Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, ডিসেম্বার ২০২৩ | ১৮ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সুন্দরী হতে অস্বাভাবিক ওজন কমিয়েছেন সেলিন ডিওন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৮ PM
আপডেট: ০৪ ফেব্রুয়ারী ২০১৯, ০১:০৮ PM

bdmorning Image Preview


টাইটানিকের জনপ্রিয় গান ‘মাই হার্ট উইল গো অন’ খ্যাত গায়িকা সেলিন ডিওন। পুরনো খোলস পাল্টে নিজেকে নতুন রূপ দিয়েছেন তিনি। অতীতের সেলিন ও বর্তমান সেলিনের মধ্যে বিস্তর তফাৎ। অনেকে তাকে নিয়ে সমালোচনার চর্চা শুরু করেছেন।

সমালোচকদের মুখ বন্ধ করে ৫০ বছর বয়সী এই গায়িকা জানিয়েছেন, নিজেকে আগে কখনোই এত আকর্ষণীয় লাগেনি তার। যাদের কাছে তাকে অতিরিক্ত শুকনা লাগছে কিংবা তার লুক যাদের পছন্দ হচ্ছে না, তারা যেন সেলিন ডিওনকে এড়িয়ে চলেন।

একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘নিজের জন্য ওজন কমিয়েছি আমি। আমি স্ট্রং, ফেমিনিন, সুন্দর এবং সেক্সি হতে চেয়েছিলাম। আমার যেহেতু বিষয়টি ভালো লাগছে, তাই আমি এই ব্যাপারে মন্তব্য করতে চাইছি না।’

প্যারিস ফ্যাশন উইকে তোলা সেলিন ডিওনের একটি ছবি প্রকাশের পর ভক্তরা রীতিমতো চমকে গিয়েছেন। অস্বাভাবিক ওজন কমে যাওয়ার পেছনে কোনো অসুস্থতা আছে কিনা সেটা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন অনেকেই। তবে সেলিন ডিওন জানিয়েছেন, তিনি নিজের ইচ্ছাতেই ওজন কমিয়েছেন এবং সুস্থ আছেন।

Bootstrap Image Preview