লাক্স তারকা বিদ্যা সিনহা মিমের মায়াজালে আটকে আছে দর্শক। ছোট-বড় দুই পর্দাতেই দর্শকের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন তিনি। এবার নতুন সিনেমায় নিজের মায়াজাল বিছাবেন এই অভিনেত্রী।
গেলো বছরের ১১ ডিসেম্বর থাইল্যান্ডে যান মিম। ঘুরতে নয়, সেখানে তিনি ‘থাই কারি’ নামে একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। ছবিটি পরিচালনা করছেন কলকাতার নির্মাতা অঙ্কিত আদিত্য। এতে মিমের সঙ্গে জুটি বেঁধেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা সোহম। জানা গেছে, ব্যাংককের বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্য ধারণ করা হবে।
এ প্রসঙ্গে মিম বলেন, ‘ছবিতে আমি মায়া চরিত্রে অভিনয় করছি। ভীষণ চ্যালেঞ্জিং একটি চরিত্র। ছবিটি দুই দেশেই মুক্তি দেয়া হবে।’
প্রসঙ্গত , এর আগে মুক্তিপ্রাপ্ত ‘ব্ল্যাক’ নামের একটি ছবিতে সোহমের বিপরীতে অভিনয় করেছিলেন মিম। সর্বশেষ গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় ‘সাপলুডু’ ছবিতে কাজ করেছেন এই অভিনেত্রী।