Bootstrap Image Preview
ঢাকা, ২১ বুধবার, ফেব্রুয়ারি ২০২৪ | ৯ ফাল্গুন ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাইক-প্রেমীদের জন্য ‘থান্ডারবার্ড ৫০০এক্স’ আনল রয়্যাল এনফিল্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ০৫:৫৬ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ০৫:৫৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


অবশেষে ভারতীয় বাজারে লঞ্চ করল রয়্যাল এনফিল্ডের ৫০০এক্স থান্ডারবার্ড। অ্যান্টি-লক ব্রেক সিস্টেমের কারণেই তুলনায় দাম বৃদ্ধি হয়েছে থান্ডারবার্ড ৫০০এক্স-এর। অ্যান্টি-লক ব্রেক সিস্টেম (এবিএস) সহ নতুন এনফিল্ডের দাম ২ লাখ ১৩ হাজার রুপি যা বাংলাদেশি টাকায় ২ লাখ ৫০ হাজার টাকা প্রায়। নতুন থান্ডারবার্ড ইতিমধ্যেই বুকিংয়ের জন্য তৈরি।

সুরক্ষায় জোর দেওয়া ছাড়া আর কোনও পরিবর্তন করা হয়নি। রয়েছে ৪৯৯ সিসি সিঙ্গল-সিলিন্ডার, ২৭বিএইসপি-র ফুয়েল ইঞ্জিন এবং ৪১ এনএম পিক টর্ক। ৫ স্পিডের গিয়ার-বক্স ও দু'দিকে ডিস্ক নিয়ন্ত্রিত ব্রেক রয়েছে।

চলতি বছরের অগস্টেই ক্লাসিক ৩৫০ সিগন্যাল এডিশন এবং ক্লাসিক ৫০০ হিমালয়ান এডিশন লঞ্চ করেছিল রয়্যাল এনফিল্ড। গত মাসেই থান্ডারবার্ড ৩৫০-তেও অ্যান্টি-লক ব্রেক সিস্টেম যোগ করা হয়। 

অ্যান্টি-লক ব্রেক সিস্টেমের কারণেই তুলনায় দাম বৃদ্ধি হয়েছে থান্ডারবার্ড ৫০০এক্স-এর। পাশাপাশি রয়্যাল এনফিল্ডের তরফে তৈরি সবচেয়ে দামি সিঙ্গল-সিলিন্ডার মোটরবাইক থান্ডারবার্ড ৫০০এক্স। 

Bootstrap Image Preview