ব্যতিক্রমী নাচ-গান ও মিউজিক ভিডিও দিয়ে আলোচনায় আসা আলোচিত চরিত্র হিরো আলম ডাক পেয়েছেন সিনেমায়।নায়ক ও প্রযোজক অনন্ত জলিলের পরবর্তী ছবিতে বড় চরিত্রে সুযোগ হচ্ছে তার। বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম ও অনন্ত জলিল দুজনেই।
বাংলাদেশের পাশাপাশি ইরানেরও একঝাঁক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী অভিনয় করবেন এ সিনেমায়। এছাড়া লেবাননেরও কয়েকজন বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীর সিনেমাটিতে অভিনয় করার কথা রয়েছে।
হিরো আলমকে ছবিতে নেয়া প্রসঙ্গে অনন্ত জলিল এক সাক্ষাৎকারে বলেন, ‘হিরো আলম একটা পর্যায়ে চলে গেছে। তাকে তো আর ছোটখাট চরিত্রে নেয়া যাবে না। এখন আমি একটি যৌথ প্রযোজনার ছবি নিয়ে কাজ করছি। এতে অনেক ছোটখাটো চরিত্র রয়েছে। যেখানে হিরো আলমকে নিতে পারি না। সে যেহেতু একটা পর্যায়ে চলে গেছে তাই তাকে আগামী ছবিতে বড় চরিত্রে নেব। আমি যেহেতু কথা দিয়েছি, অবশ্যই নেব।’
হিরো আলমও খুশি নায়ক ও নির্মাতা অনন্তের অফার পেয়ে।এর মধ্য দিয়ে তার চলচ্চিত্রে কাজ করার সুযোগ হচ্ছে।হিরো আলম বলেন, জলিল ভাই যেহেতু কথা দিয়েছে তিনি অবশ্যই কথা রাখবেন।
প্রসঙ্গত, বিচিত্র নাচ-গান ও অভিনয় দিয়ে আলোচনায় আসেন হিরো আলম।তার প্রকৃত নাম আশরাফুল আলম।অভিনয় দিয়ে আলোচনায় এলেও হিরো আলমের পরিচিতি বাড়ে একাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা দিয়ে।তিনি বগুড়া-৪ আসনে স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করেন।নির্বাচন কমিশনকে হাইকোর্ট দেখানো হিরো আলম নির্বাচনের পুরোটা সময় ছিলেন আলোচনায়।