Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, ডিসেম্বার ২০২৩ | ১৮ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

অবশেষে মুক্তি পাচ্ছে ‘আমার প্রেম আমার প্রিয়া’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ০১:৫৫ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ০১:৫৬ PM

bdmorning Image Preview


সকল সংশয় কাটিয়ে মুক্তি কায়েস আরজু ও পরীমনি জুটির প্রথম ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’। গত বছর একাধিকবার মুক্তির তারিখ জানা গেলেও শেষ সময়ে মুক্তি থেকে সরে যায় ছবিটি। সকল সংশয় কাটিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে মুক্তি পাচ্ছে ‘আমার প্রেম আমার প্রিয়া’।

এ প্রসঙ্গে কায়েস আরজু তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ‘ভালোবাসা দিবসকে সামনে রেখেই মুক্তি পেতে যাচ্ছে আমার প্রেম আমার প্রিয়া। চৌধুরি সাহেব আমি গরিব হতে পারি, কিন্তু আমার সৎ একটা মন আছে, আমি লোভী নই। আমার ভালোবাসা যদি সত্যি হয়, পৃথিবীর কোনো শক্তি আপনার মেয়ে আর আমার ভালোবাসাকে আটকে রাখতে পারবে না- বাংলা ছবির গতানুগতিক এ ধরনের সংলাপ নির্ভর ভালোবাসার ছবি আমার প্রেম আমার প্রিয়া নয়।’

তিনি আরো বলেন, ‘ভালোবাসার টানা পোড়ন, মান অভিমান, খুনসুটি, বিশ্বাস অবিশ্বাসের দোলা, সব শেষে মহা প্রনয়। অসাধারণ একটি গল্পে অনেক দিন পরে অভিনয় করলাম।’

অন্যদিকে ছবির পরিচালক শামিম বলেন, ‘আবদুল্লাহ জহির বাবু চমৎকার একটি কাহিনী লিখেছেন আমার এই ছবির জন্য যা দর্শকদের মন ছুঁয়ে যাবে। অন্য ৮/১০ টা ভালোবাসার ছবির থেকে অনেকটাই আলাদা "আমার প্রেম আমার প্রিয়া"। পার্থক্যটা হলে গেলেই দর্শকরা বুঝতে পারবেন।’

Bootstrap Image Preview