Bootstrap Image Preview
ঢাকা, ০২ শনিবার, ডিসেম্বার ২০২৩ | ১৮ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

জন্মদিনে চমক দিলেন দেবাশীষ বিশ্বাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ০১:৩৭ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ০১:৩৭ PM

bdmorning Image Preview


জনপ্রিয় উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস। নিজের জন্মদিন আয়োজনে গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে রাজধানীর একটি রেস্তোরায় আনুষ্ঠানিকভাবে কেক কাটেন। এ সময় নতুন একটি সিনেমার নাম ঘোষণা করেন এই পরিচালক।

রাজ মাল্টিমিডিয়া প্রযোজিত প্রথম সিনেমা ‘প্রিয়জন প্রয়োজন’ এ নায়িকা হিসেবে থাকছেন আঁচল আঁখি। এছাড়া এতে অভিনয় করবেন অভিনেতা নজরুল রাজ।

এ প্রসঙ্গে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘নতুন এই সিনেমায় দুটি জুটি থাকবে। একটি জুটির নাম আমরা ঘোষণা করছি। অন্য জুটির নাম এখনই ঘোষণা করব না। তবে এতটুকু বলতে পারি, এ ক্ষেত্রে চমক থাকবে।’

তিনি আরো বলেন, ‘‘প্রিয়জন প্রয়োজন’ সিনেমার চিত্রনাট্য লিখবেন কলকাতার জনপ্রিয় চিত্রনাট্যকার এনকে সলিল। কমেডি ঘরানার সিনেমা এটি। ওপার বাংলার জনপ্রিয় শিল্পীরা এতে গান গাইবেন। এছাড়া কলকাতার জনপ্রিয় অভিনয়শিল্পী নেওয়ার কথাও ভাবছি।’’

প্রযোজনা প্রতিষ্ঠান রাজ মাল্টিমিডিয়ার ব্যানারে এর আগে বেশকিছু নাটক, টেলিফিল্ম নির্মিত হয়েছে। এই সিনেমার মাধ্যমে প্রথম চলচ্চিত্র প্রযোজনা করছে প্রতিষ্ঠানটি। এদিকে নির্মাতা দেবাশীষ বিশ্বাস বর্তমানে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমার শুটিং করছেন। এতে চিত্রনায়িকা অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন বাপ্পি চৌধুরী। এখন সিনেমাটির একটি গানের শুটিং বাকি আছে।

Bootstrap Image Preview