Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঐক্যফ্রন্ট ও বিজয়ীদের বিষয়ে যা বললেন খালেদা জিয়া

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জানুয়ারী ২০১৯, ০৩:১৯ PM
আপডেট: ২২ জানুয়ারী ২০১৯, ০৩:১৯ PM

bdmorning Image Preview


পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে অবস্থিত বিশেষ জজ আদালতে হাজিরা দেওয়ার সময় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বলেন,  যে প্রার্থীরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন তারা শপথ নিক বা সংসদে যাক সেটি চান না তিনি এবং ড.কামাল হোসেনের নেতৃত্বে গঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট বিএনপি থাকুক এটিই তিনি চান বলে জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে দলটির নেতারা।

সম্প্রতি আদালতে খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন এমন একাধিক বিএনপি নেতা সোমবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

ঐক্যফ্রন্টের যে প্রার্থীরা বিজয়ী হয়েছেন তারা শপথ নিক এবং সংসদে যাক সেটি চান না খালেদা জিয়া। একই সঙ্গে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপি থাকুক এটিই চান তিনি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এ পর্যন্ত তিনবার খালেদা জিয়াকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে অবস্থিত বিশেষ জজ আদালতে হাজির করা হয়। গত ৩, ১৩ ও ২১ জানুয়ারি তাঁকে ওই কারাগারে আনা হয়। এ সময় আইনজীবী ও বিএনপি নেতাদের সঙ্গে কথা হয় খালেদা জিয়ার।

খালেদা জিয়ার সঙ্গে কথা বলেছেন এমন নেতারা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেছেন, খালেদা জিয়া চান, ঐক্যফ্রন্টের বিজয়ীরা শপথ না নিক। এছাড়া ঐক্যফ্রন্ট অটুট থাকুক সেটিও চান বিএনপি নেত্রী। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে থাকা দলগুলোকে নিয়ে সুষ্ঠু ভোটের দাবিতে আন্দোলন গড়ে তোলার বিষয়ে মত দিয়েছেন খালেদা জিয়া।

Bootstrap Image Preview