Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শুক্রবার, মে ২০২৫ | ২৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সহজ জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিতে নাদাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জানুয়ারী ২০১৯, ১০:০৬ AM
আপডেট: ২১ জানুয়ারী ২০১৯, ১০:০৬ AM

bdmorning Image Preview


অস্ট্রেলিয়ান ওপেন জয়ের লক্ষ্যে আরও এক ধাপ এগোলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। রবিবার শেষ ষোলোর ম্যাচে রড লেভার এরিনায় তিনি হারালেন অন্যতম অভিজ্ঞ্ খেলোয়াড় চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচকে। নাদালের সামনে দাঁড়াতেই পারলেন না তিনি। স্ট্রেট সেট জয় পেলেন নাদাল। খেলার ফল ৬-০, ৬-১, ৭-৬।

কোয়ার্টারে নাদালের সামনে আমেরিকার তরুণ খেলোয়াড় ফ্রান্সিস টিফো। যিনি এ দিন হারালেন ২০তম বাছাই গ্রিগর দিমিট্রভকে। ম্যাচের ফল ৭-৫, ৭-৬, ৬-৭, ৭-৫।

অন্য দিকে ছিটকে গেলেন ষষ্ঠ বাছাই তথা গত বারের রানার্স ক্রোয়েশিয়ার মারিন চিলিচ। তাঁকে হারালেন ২২তম বাছাই স্পেনের বাতিসতা আগুত। পাঁচ সেটের দুর্দান্ত লড়াইয়ের পর কোয়ার্টারে পৌঁছলেন স্পেনের তারকা। ম্যাচের ফল ৬-৭, ৬-৩, ৬-২, ৪-৬, ৬-৪।

Bootstrap Image Preview