Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, ডিসেম্বার ২০২৩ | ১৮ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ঢাকাই ছবিতে ফিরছে মুনমুন ও আঁচল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ জানুয়ারী ২০১৯, ০৫:২৬ PM
আপডেট: ২০ জানুয়ারী ২০১৯, ০৫:২৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ঢাকাই ছবি থেকে একসময় সরে যেতে হয়েছিল চিত্রনায়িকা মুনমুনকে। তার বিরুদ্ধে অভিযোগ ছিলো অশ্লীলতার।  গুণী নির্মাতা এহতেশামের হাত ধরে ১৯৯৮ সালে ‘মৌমাছি’ ছবিতে সর্বপ্রথম অভিষেক হয় চিত্রনায়িকা মুনমুনের। টানা ৯০টির মতো ছবিতে অভিনয় করে হঠাৎ আড়ালে চলে যান তিনি।

যদিও মুনমুন বরাবরই দাবি করেছেন অশ্লীল ছবির জন্য তিনি দায়ী নন। কিংবা তার কোনো দৃশ্যে অশ্লীলতা ছিল না। বিয়ে করে সংসার জীবনে সময় দিতেই চলচ্চিত্রে অভিনয় থেকে মুখ ফিরিয়েছিলেন বলে দাবি মুনমুনের।

অশ্লীলতার অভিযোগ এসেছিল এ সময়ের নায়িকা আঁচলের বিরুদ্ধেও। যদিও ক্যারিয়ারের প্রথম থেকেই আঁচল সিনেমায় পোশাকের ব্যাপারে ছিলেন বেশ রক্ষণশীল।

বিশেষ করে তার ‘বেইলি রোড’, ‘ভুল’সহ সব ছবিতেই তাকে নিজেকে বাঙালি বেশেই উপস্থিত হতে দেখা গেছে। তবে পরের দিকে আঁচলও অনেকটা হতাশ হয়ে সিনেমা থেকে দূরে সরে গিয়েছিলেন।

অবশেষে আবারও ফিরেছেন মুনমুন ও আঁচল। মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ নামে একটি ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে। এ ছবির কাজও মাঝে বন্ধ ছিল। গত সপ্তাহ থেকে আবারও শুটিং শুরু হয়েছে।

Bootstrap Image Preview