Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, জুলাই ২০২৪ | ১ শ্রাবণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইন্দোনেশিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন পরিমণি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৫:১০ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ০৫:১০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বেশ কিছুদিন থেকে দেশের বাহিরে আছেন লাস্যময়ী নায়িকা পরীমণি। ইন্দোনেশিয়ার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে নানা ধরণের ছবি পোস্ট করছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। তিনি মনে করেন, কোনো ধামাকা বা ভালো পরিকল্পনা বাস্তবায়নের আগে নিজেকে একটু ঝালিয়ে নেয়া উচিত। তাই প্রয়োজন কিছুটা সময় নিজেকে দেওয়া কিংবা প্রকৃতির সান্নিধ্যে 'রিচার্জ' হওয়া। সাময়িক এ অবকাশই পরবর্তীতে টনিক হিসেবে কাজ করে কোনো পরিকল্পনা বাস্তবায়নের। বালিতে ঘুরতে আসাও আমার জন্য সেই টনিকের মতো। এসব কথা যখন তিনি জানাচ্ছেন তখন হালের আলোচিত এই অভিনেত্রী রয়েছেন সুদূর ইন্দোনেশিয়ার বালিতে।

মঙ্গলবার বিকালে বালিতে পৌঁছান তিনি। সেখানকার প্রসিদ্ধ জায়গাগুলোতে ঘুরে বেড়াচ্ছেন পরী। আর সে ঘুরে বেড়ানোর ছবি আপলোড করছেন ফেসবুকে। আজ শুক্রবার বেশ কয়েকটি ছবি আপলোড করেছেন পরীমণি। ছবিতে স্বল্পবসনায় বালির সুইমিং পুলে উষ্ণতা ছড়াতে দেখা গেছে পরীকে। 

গত বছরের শুরুতেই 'স্বপ্নজাল' দিয়ে চলচ্চিত্রবোদ্ধাদের বেশ নজর কাড়েন লাস্যময়ী পরীমণি। এ ছবিতে সম্পূর্ণ ভিন্ন লুকে তুলে ধরা হয়েছিল তাকে। দেশে-বিদেশে অনেক সিনেমাপ্রেমীর মন জয় করে নেয় ছবিটি। 'স্বপ্নজাল'র পর পরী কিছুটা সময় নেন নিজেকে গুছিয়ে নেয়ার জন্য। ক্যারিয়ার শুরুর দিকেই একসঙ্গে দুই ডজন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন পরী।

সেই ধারাবাহিকতায় প্রায় দেড় ডজন ছবিও ইতিমধ্যে মুক্তি পেয়েছে। কিন্তু 'স্বপ্নজাল' বেশ পরিবর্তন নিয়ে আসে তার ক্যারিয়ারে। এরই মাঝে গিয়াস উদ্দিন সেলিমেরই ওয়েব ফিল্ম 'প্রীতি'তে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি।

সুদূর ইন্দোনেশিয়ার বালি থেকে মুঠোফোনে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। মঙ্গলবার বিকালে বালিতে পৌঁছান তিনি। সেখানকার প্রসিদ্ধ জায়গাগুলোতে ঘুরে বেড়াচ্ছেন পরী। আর সে ঘুরে বেড়ানোর ছবি আপলোড করছেন ফেসবুকে। আজ শুক্রবার বেশ কয়েকটি ছবি আপলোড করেছেন পরীমণি। ছবিতে স্বল্পবসনায় বালির সুইমিং পুলে উষ্ণতা ছড়াতে দেখা গেছে পরীকে।

গত বছরের শুরুতেই 'স্বপ্নজাল' দিয়ে চলচ্চিত্রবোদ্ধাদের বেশ নজর কাড়েন লাস্যময়ী পরীমণি। এ ছবিতে সম্পূর্ণ ভিন্ন লুকে তুলে ধরা হয়েছিল তাকে। দেশে-বিদেশে অনেক সিনেমাপ্রেমীর মন জয় করে নেয় ছবিটি। 'স্বপ্নজাল'র পর পরী কিছুটা সময় নেন নিজেকে গুছিয়ে নেয়ার জন্য। ক্যারিয়ার শুরুর দিকেই একসঙ্গে দুই ডজন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন পরী।

সেই ধারাবাহিকতায় প্রায় দেড় ডজন ছবিও ইতিমধ্যে মুক্তি পেয়েছে। কিন্তু 'স্বপ্নজাল' বেশ পরিবর্তন নিয়ে আসে তার ক্যারিয়ারে। এরই মাঝে গিয়াস উদ্দিন সেলিমেরই ওয়েব ফিল্ম 'প্রীতি'তে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি।

Bootstrap Image Preview