Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, ডিসেম্বার ২০২৩ | ১৮ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বাংলা নববর্ষের প্রথম দিন মুক্তি পাচ্ছে গেম অফ থ্রোনস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০১৯, ০৯:৩০ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০১৯, ০৯:৩০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বাংলা নববর্ষের প্রথম দিনেই মুক্তি পাচ্ছে জনপ্রিয় এইচবিও টিভি সিরিজ 'গেম অফ থ্রোনস' এর শেষ সিজন। শেষ সিজনে হোয়াইট ওয়াকারদের সাথে লড়তে দেখা যাবে স্টার্ক-টার্গারিয়ান জোটকে। বিশ্বব্যাপী জনপ্রিয় এই টিভি সিরিজের বাঙালি ভক্তদের জন্য তাই এবারের পহেলা বৈশাখ হয়ে উঠবে আরো রঙিন।  

জর্জ মার্টিনের বেস্ট সেলিং বই 'এ সং অব আইস এন্ড ফায়ার' অবলম্বনে নির্মিত সিরিজটির অষ্টম সিজন মুক্তি পেতে যাচ্ছে এবছর। এর মাধ্যমেই শেষ হতে যাচ্ছে বিশ্বের সবথেকে জনপ্রিয় এই টিভি সিরিজটি। 

সিংহাসনের দখল নিয়ে 'গেম অফ থ্রোনস' এর শেষ সিজনে ক্ষমতাসীন ল্যানিস্টার্সদের সঙ্গে লড়াই হবে স্টার্ক ও টার্গারিয়েনদের। এছাড়াও শেষ সিজনে জীবন্মৃত হোয়াইট ওয়াকারদের সাথে স্টার্ক ও টার্গারিয়েনদের জোটবদ্ধ হয়ে লড়াই করতে দেখা যাবে। 

গত সিজনেই নাইট কিংয়ের নেতৃত্বে জীবন্মৃতরা আক্রমন শুরু করেছিল। ধারণা করা হচ্ছে, শেষ সিজনেই হবে সবচেয়ে বড় যুদ্ধ। 

বর্তমানের সবথেকে জনপ্রিয় শো 'গেম অফ থ্রোনস' প্রতিনিয়তই এর গল্প ও দৃশ্যায়নের মাত্রা বাড়িয়ে চলেছে। এর এক একটি এপিসোডের খরচে একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরি করা সম্ভব। বলা হচ্ছে, সিরিজের শেষ সিজনটি সবকিছুকে ছাপিয়ে যাবে।

মাছ-ভাতের বাঙালিদের এখন ড্রাগন-হোয়াইট ওয়াকার-সিংহাসনের লড়াই দেখার জন্য নববর্ষ পর্যন্ত অপেক্ষার পালা। 

Bootstrap Image Preview