Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ব্যাংককে তুর্কমেনিস্তান ও ভুটানকে হারিয়ে টেনিসে বাংলাদেশের শুভ সূচনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ০৭:১০ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ০৭:১০ PM

bdmorning Image Preview


থাইল্যান্ডে আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতায় বাংলাদেশিরা মালদ্বীপ, তুর্কমেনিস্তান ও ভুটানকে হারিয়ে শুভ সূচনা করেছে।

আজকের খেলায় বালক বিভাগে মাহাদী হাসান আলভী, জুবায়েদ উৎস এবং বালিকা বিভাগে মাসফিয়া আফরিন, সাদিয়া আফরিন ও সূবর্না খাতুন জয় লাভ করে।

আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের অনুমোদিত ‘আইটিএফ এশিয়ান অনুর্ধ ১৪ ডেভলপমেন্ট চ্যাম্পিয়নশিপস ২০১৯: ডিভিশন-২’ টেনিস প্রতিযোগিতাটি ৮-১৮ জানুয়ারি-২০১৯ পর্যন্ত থাইল্যান্ডে অনুষ্ঠিত হচ্ছে।

খেলার ফলাফল: বালক এককে মাহাদী হোসেন আলভি (বাংলাদেশ) ৬-০, ৬-০ গেমে রুধাক মামুন (মালদ্বীপ)কে পরাজিত করে, জুবায়েদ উৎস (বাংলাদেশ) ৬-০, ৬-২ সেলিম পিরকভ (তুর্কমেনিস্তান)কে পরাজিত করে এবং মোহাম্মদ রুমান হোসেন (বাংলাদেশ) ৪-৬, ৪-৬ গেমে হাসান আলী (পাকিস্তান) এর নিকট পরাজিত হয়।

বালিকা এককে মাসফিয়া আফরিন (বাংলাদেশ) ৬-৩, ৬-১ গেমে লায়ান মোহাম্মদ শামিন (মালদ্বীপ)কে, সূবর্না খাতুন ৬-১, ৬-১ গেমে তানজিয়া ওয়ানজেল হাদেন (ভূটান) কে এবং সাদিয়া আফরিন ৬-২, ৩-৬, ৭-৬ (৩) গেমে হান থুথু তেতকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়।

 

Bootstrap Image Preview