Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চলতি বছরের ‘ভাইরাল’ গান

সালতামামি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮, ০২:০৩ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮, ০২:০৫ PM

bdmorning Image Preview


‘জয় বাংলা- জিতবে আবার নৌকা’

‘এসেছে এসেছে আমার ইলেকশন/জিতবে নৌকা জিতবে জনগণ/১৬ কোটি মানুষের একটাই ডিসিশন/জিতবে নৌকা নাই কোন টেনশন/জয় বাংলা জিতবে আবার নৌকা/শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন...’ এই একটি গানেই মুখর পারপাশ। আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় গানটি সারাদেশে জনপ্রিয়তা পেয়েছে।

‘জয় বাংলা- জিতবে আবার নৌকা’ শীর্ষক গানটির কথা লিখেছেন তৌহিদ হোসেন। গানটিতে কণ্ঠ দিয়েছেন যৌথভাবে সরোয়ার ও জিএম আশরাফ। গানটির সংগীতায়োজন করেছেন ডিজে তনু ও এলএমজি বিটস। সম্পাদনা ও কালার সমন্বয়ে ছিলেন হৃদয় হোসেন। গানটির ভিডিওচিত্র প্রযোজনায়ও ছিলেন তৌহিদ হোসেন।

‘অপরাধী’

এ বছর মিডিয়ার আলোচিত এক নাম আরমান আলিফ এবং তার কণ্ঠের ‘অপরাধী’ গান। গানটি ইউটিউব ভিউজ ২০ কোটির দিকে এগোচ্ছে। ভিউজ বিচারে গানটি বিশ্বের সেরা এক’শ গানের মধ্যে ৮০ থেকে ৮২’র মধ্যে উঠানামা করেছে। গানটি সবচেয়ে সীমিত সময়ের (১৪ দিনে) মধ্যে ১ কোটি ভিউ’র ঘর স্পর্শ করে। গাওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর আরমানেরই। সঙ্গীতায়োজনে অংকুর মাহমুদ।

‘হাজী বিরিয়ানী’

‘দহন’ সিনেমার ‘হাজীর বিরিয়ানী’ গানের-বাবা, গাজা, মাল, মাতাল এবং মাতাল হয়ে হিসু করবো দেয়ালে’- কথাগুলো নিয়ে ব্যাপক আপত্তি উঠে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। গানটি প্রকাশের পর থেকে ‘রুচিহীন’ কিছু শব্দের ব্যবহার মেনে নিতে পারছেন না সংগীত সংশ্লিষ্ট মানুষজন। বিতর্কিত এই অশ্লীল গান যেন কোনোভাবেই চলচ্চিত্রে ব্যবহৃত না হয়, এমন অনুরোধ করা হয়েছিলো।

‘পটাকা’

রাকিব হাসান রাহুলের কথায় অভিনেত্রী নুসরাত ফারিয়ার কণ্ঠে ‘পটাকা’ গানের মিউজিক ভিডিওটি বেশ আলোচিত হয়েছে। গানটির সুর ও সংগীত করেছেন প্রীতম হাসান। পছন্দের বিপরীতে গানটি নিয়ে বিতর্কই হয়েছে বেশি, ওঠে সমালোচনার ঝড়। ‘পটাকা’ গান দিয়ে ফারিয়া যে ভক্তদের মন জয় করতে পারেননি তার প্রমাণ পাওয়া গেছে কমেন্ট ও ডিজলাইকে।

‘রাস্তা’

পড়শীর ‘রাস্তা’ গান নিয়েও বিতর্ক কম হয়নি। চলতি বছরের ২৬ এপ্রিল ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত এ গানের লাইকের চেয়ে ডিজলাইকের পরিমাণই বেশি। এর আগে পড়শীর গানে লাইকের চেয়ে ডিজলাইকের সংখ্যা বেশি না হলেও এবারই প্রথম তার ব্যতিক্রম ঘটেছে। নেতিবাচক মন্তব্যের সংখ্যাও বেশি। ‘রাস্তা’ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সংগীত পরিচালনা করেন জুয়েল মোর্শেদ।

Bootstrap Image Preview