Bootstrap Image Preview
ঢাকা, ০২ শনিবার, ডিসেম্বার ২০২৩ | ১৮ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নতুন বছরের শুরুতেই পূজার চমক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৫:০৪ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ০৫:০৪ PM

bdmorning Image Preview


চারদিকে ভোটের হাওয়ায় জমজমাট পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন। ভোটের হাওয়ার সাথে পাল্লা দিয়ে শোনা গেল নতুন সিনেমার খবর। নতুন বছরের শুরুতেই মুক্তি পাবে পূজার নতুন সিনেমা ‘প্রেম আমার ২’। এরইমধ্যে ছবিটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে।

মাথার ওপরে নীল আকাশ, নিচে সবুজ ঘাস। একটি সাইকেলে বসে আছেন প্রিয় দুটি মুখ। ছেলেটির কপালে আলতো চুমু বসিয়ে দিচ্ছে মেয়েটি। সেই অনুভূতিকে ধারণ করতে দু’জনেই চোখ বুজে আছেন। প্রথম পোস্টারে এমনই চিত্র ফুটে উঠেছে।

ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় ‘প্রেম আমার ২’ ছবিতে ফের নিজেদের কেমিস্ট্রি দেখাবেন দুই বাংলার পূজা ও আদ্রিত। এর আগে তারা ‘নূরজাহান’ ছবিতে দর্শকদের নজর কেড়েছেন।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশনস প্রযোজিত এই ছবিটির কাজ প্রায় শেষ। নতুন বছরের জানুয়ারির ২৫ তারিখে একযোগে ভারত ও বাংলাদেশে মুক্তি পাবে ছবিটি।

উল্লেখ্য, ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘প্রেম আমার’ ছবির সিকুয়্যাল হলেও ‘প্রেম আমার ২’ ছবির গল্প পুরোপুরি আলাদা। নতুন এই ছবিতে পূজা-আদ্রিত জুটি কি চমক নিয়ে হাজির হন সেটি দেখতে ২৫ জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Bootstrap Image Preview