Bootstrap Image Preview
ঢাকা, ০২ শনিবার, ডিসেম্বার ২০২৩ | ১৮ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

ফের আইটেম গানে মাহিয়া মাহি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ১০:৩২ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ১০:৩২ PM

bdmorning Image Preview


ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি অগ্নি,অগ্নি ২,দবির সাহেবের সংসার,মনে রেখো এই সব ছবির আইটেম গানে পারফর্ম করে বেশ সাড়া ফেলেছিলেন দর্শকদের মাঝে। সর্বশেষ তিনি ‘অন্ধকার জগত’ ছবির একটি গানে পারফর্ম করেন। অনেকদিন পর আবারও তাকে দেখা যাবে নতুন একটি আইটেম গানে উত্তাপ ছড়াতে।

‘অবতার’ নামে একটি ছবির ‘রঙিলা বেবি’ শিরোনামের আইটেম গানে পারফর্ম করতে চলেছেন এই অভিনেত্রী। ছবিটি নির্মাণ করছেন মাহমুদ হাসান শিকদার।

গত শুক্রবার (২১ ডিসেম্বর) বিকেলে নির্মাতা বলেন, ‘শনিবার ও রবিবার এফডিসির চার নম্বর ফ্লোরে আইটেম গানের শুটিংয়ে অংশ নিচ্ছেন মাহি। এটি গল্পের একটি অংশ। নকল কিংবা কপিপেস্ট নয়। দেশীয়ভাবে বেস্ট আয়োজনে গানটি চিত্রায়িত করা হবে।’

তিনি আরও বলেন, ‘ছবিটির শুটিং, অন্যান্য সকল গান,ডাবিং,সম্পাদনা সবই শেষ। শুধুমাত্র এই আইটেম গানের কাজ বাকি রয়েছে। এবার এর কাজ হচ্ছে। ছবিটি আগামী ফেব্রুয়ারিতে  মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে।’

আইটেম গানের কোরিওগ্রাফি করছেন রোহান বিল্লাল এবং গানটির কথা লিখেছেন তারেক তুহিন। সুর-সংগীত করেছেন আহমেদ হুমায়ূন ও কণ্ঠ দিয়েছেন ঐশী।

ছবিটি পুরোপুরি বাণিজ্যিক ঘরানার একটি সিনেমা। এই ছবিতে নাচ, গান, ফাইট সবই থাকছে। ছবিতে আমিন খানকে সমাজের ‘অবতার’ হিসেবে দেখা যাবে এবং মাহি থাকছেন তার বোন হিসেবে।

গত বছর ডিসেম্বরে পাবনায় ছবিটির শুটিং শুরু করা হয়েছিল। এরপর দেশের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে। এ ছবিতে মাহির নায়ক জে এইচ রুশো। আর আমিন খান ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, সুব্রতসহ আরও অনেকে।

 

Bootstrap Image Preview