Bootstrap Image Preview
ঢাকা, ১৩ শুক্রবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গৃহকর্মীর বাঁচার আকুতির ভিডিও ফেসবুকে ভাইরাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০১৮, ১১:১৭ AM
আপডেট: ২১ ডিসেম্বর ২০১৮, ১১:১৭ AM

bdmorning Image Preview


শিশু গৃহকর্মী আসমা (১২)। মাসিক তিন হাজার টাকা বেতনে বছর খানেক আগে ঢাকায় কাজ করতে আসে। কাজ শুরুর কিছুদিন যেতে না যেতেই তাকে নির্যাতন করতে শুরু করেন গৃহকর্তী শিলা। নির্যাতন সহ্য করতে না পেরে পাশের বাসার এক প্রতিবেশীকে বিষয়টি জানায় শিশু আসমা।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাসাবো এলাকায় আঘটনা ঘটে।

ওই প্রতিবেশী আসমার আর্তনাদের ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছেড়ে দেন। বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়ে গেলে তা পুলিশের নজরে আসে। এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেলে পুলিশ আসমাকে রাজধানীর মধ্য বাসাবো ১৬৯/১ নম্বর ভবনের তৃতীয় তলা থেকে উদ্ধার করে।

পরে আসমাকে নির্যাতনের অভিযোগে গৃহকর্তী শিলাকে আটক করে পুলিশ। শিলার স্বামী অ্যাডভোকেট মোস্তফা কামাল চাঁদপুর আদালতের আইনজীবী।

ঘটনার বর্ণনা করতে গিয়ে রাজধানীর সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘গৃহকর্মী আসমার মা মারা যাওয়ার পর তার বাবা ময়মুদ্দিন অন্যত্র বিয়ে করে চলে যান। মাসিক তিন হাজার টাকা বেতনে বছর খানেক আগে ওই বাড়িতে কাজে আসে এতিম আসমা। কাজে যোগদানের কিছু দিন না যেতেই শিলা তার ওপর অমানুষিক নির্যাতন করতে শুরু করে। ঠিকমত খেতে না দেওয়া তারপরে শারীরিক নির্যাতনসহ বিভিন্ন রকমের নির্যাতন চালাতে থাকে। সহ্য করতে না পেরে গতকাল পার্শ্ববর্তী এক প্রতিবেশীর কাছে বিষয়টি জানায় আসমা।’

মাহফুজুর রহমান বলেন, ‘ওই প্রতিবেশী আসমার আর্তনাদের ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছেড়ে দেয়। বিষয়টি ফেসবুকে ভাইরাল হয়ে গেলে তা নজরে আসে পুলিশের। এক পর্যায়ে যিনি ফেসবুকে ভিডিওটি আপলোড করেছেন তার ঠিকানা সংগ্রহ করে গতকাল আসরের নামাজের পর পুলিশ মেয়েটিকে ১৬৯/১ নম্বর বাসা থেকে উদ্ধার করে। আটক করা হয় শিলাকে।’

এসআই আরও বলেন, ‘মেয়েটির গ্রামের বাড়ি ময়মনসিংহের নেত্রকোনা। সেখানে বসবাসরত তার বড় ভাই রুহুল আমিনকে খবর দেওয়া হয়েছে। তিনি এই ঘটনায় বাদী হয়ে মামলা করবেন। বিষয়টি প্রক্রিয়াধীন।’ শারীরিক পরীক্ষার জন্য আসমাকে আজ (শুক্রবার) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে বলেও পুলিশের এ কর্মকর্তা জানান।

Bootstrap Image Preview