বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় দুই তারকা শাকিব খান ও অপু বিশ্বাস। সম্প্রতি তাদের একমাত্র পুত্র আব্রাম খান জয়কে বসুন্ধরা আবাসিক এলাকার ‘ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা’ তে প্লে-গ্রুপে ভর্তি করেছেন।
তাদের দুজনের সিদ্ধান্তেই জয়কে স্কুলে ভর্তি করা হয়েছে এবং স্কুলের প্রথমদিনে ছেলেকে সঙ্গে নিয়ে যান শাকিব ও অপু। মাঝে মাঝেই অপু তার নিজ ফেসবুক পেজে জয়ের স্কুলে যাওয়ার ছবি পোস্ট করেন। সম্প্রতি তিনি একটি ছবি যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন আর সেখানে দেখা যায় বাবা মায়ের সঙ্গে ছেলে জয় একই রঙ ও ডিজাইনের পোশাকে। ছবিটি প্রকাশের সাথে সাথে ভাইরাল হয়ে পড়ে যোগাযোগ মাধ্যমগুলোতে।
এরপরেই শুরু হয় নানা আলোচনা। আলাদা হয়ে যাবার পর আবার কেন শাকিব-অপু একসঙ্গে এমনই প্রশ্ন করছেন অনেকে। আবার কেউ কেউ দাবি করছেন, আলাদা হওয়ার ঘোষণা দিয়েও আবার কী তবে এক হতে যাচ্ছেন এই দুই তারকা? এমনকি আসছে নানারকম বাজে মন্তব্যও।
তবে অভিনেত্রী অপু বিশ্বাস এইসব মন্তব্যের বিপরীতে কিছুই বলতে নারাজ।
তিনি বলেন, ‘প্রত্যেকেই তার পরিবারের পরিচয় ও রুচি বহন করে।সুতরাং কে কী ভাবলো বা বললো সেটা মাথায় নিয়ে লাভ কী। যার মন সুন্দর তিনি নিশ্চয় বুঝতে পারবেন একটা বাচ্চা ছেলের জন্য তার বাবা-মাকে একসাথে পাওয়াটা কতোটা প্রয়োজন।আর আমরা আমাদের একমাত্র সন্তানের জন্য একসাথে হয়েছি।’
তিনি আরও বলেন, ‘বিজয় দিবস উপলক্ষে জয়ের স্কুলে একটা অনুষ্ঠানে আয়োজন করা হয়েছিলো। জয়ের ক্লাসের সব শিক্ষার্থীর অভিভাবকরাই সন্তানের সঙ্গে মিলিয়ে পোশাক পরেছে। এ জন্য আমি শাকিবকে বলেছিলাম মিলিয়ে পোশাক পরতে। আর শাকিব আমার কথাতে রাজি হলো। তাই একই রঙ ও ডিজাইনের পোশাক পরেছি আমরা। এটা নিয়ে এতো সমালোচনার কিছু তো নেই। আমাদের কাছে সন্তানই সবচেয়ে বড় কথা। বাবা-মায়ের সঙ্গে মিলিয়ে পোশাক পরে জয় খুব আনন্দ পেয়েছে। তার আনন্দের মূল্য আমার কাছে অমূল্য। নিশ্চয় শাকিবের কাছেও তাই।’
অপু আরও বলেন, ‘ছেলে যেহেতু আমাদের তার দায়িত্বও আমাদের। তার জন্য যে কোনো কিছুই আমরা করতে পারি। আমি একমাত্র সন্তানের কারণে বেশ কয়েকটি সিনেমা বাদ দিয়েছি। ক্যারিয়ারে অনেক কিছুই ছাড় দিয়েছি। আর সেই সন্তানকে যখন তার বাবা প্রাধান্য দেবে সেটি আমার কাছে অবশ্যই খুব বেশী গুরুত্বপূর্ণ।’
ঢালিউডে আপনার প্রিয় নায়ক কে? এমন এক প্রশ্নে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, এখনো আমার প্রিয় নায়ক শাকিব খান।
প্রসঙ্গত, গত বছর ১০ এপ্রিল বিকেলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ছেলে আব্রাম খান জয়কে সঙ্গে নিয়ে উপস্থিত হন অপু বিশ্বাস। সেদিন প্রথম সবাইকে জানান, তিনি বিবাহিত, তাঁর স্বামী শাকিব খান আর তাঁদের ছেলে আব্রাম খান জয়ের বয়স ছয় মাস।
এর আগে ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের ব্যাপারটি কঠোর গোপনীয়তার মধ্যে রেখে সিনেমার শুটিং করে গেছেন ঢাকাই ছবির জনপ্রিয় এই দুই তারকা।