সামনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। চারদিকে বইছে নির্বাচনী হাওয়া। তবে এরইমধ্যে আনন্দ মিছিল নিয়ে রাজপথে নেমেছেন চিত্রনায়ক নিরব। কার জয়ে নায়কের মনে এত আনন্দ?
জানা যায়, এলাকাবাসীর প্রিয় নেতা রহমান ভাই। কমিশনার পদে নির্বাচন করছেন তিনি। মার্কা মোরগ। সবাইকে অবাক করে দিয়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি। সে আনন্দেই নিরবের এই হাল!
নেতার গলায় ফুলের মালা দিয়ে নিজের গলায়ও মালা পড়েছেন নিরব। ঘোড়ার গাড়িতে চড়ে ঘুরে বেড়াচ্ছেন সারা এলাকা। সামনে পেছনে নেতাকর্মীরা নেচে গেয়ে অভিনন্দন জানাচ্ছেন রহমান ভাইকে।
উপরের ঘটনা শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। যেমনটি শুনছেন তেমনটিই ঘটেছে। তবে বাস্তবে নয়, নিরবের নতুন সিনেমা ‘আব্বাস’ এ দেখা যাবে এমন দৃশ্য। সাইফ চন্দনের পরিচালনায় সিনেমাটিতে রহমান ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন জয়রাজ।
উল্লেখ্য, আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত সিনেমাটির দৃশ্যধারণ চলবে। বাকি কাজগুলো গুছিয়ে আগামী বছরের মাঝামাঝিতে ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে।