Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, অক্টোবার ২০২৪ | ২৭ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘মিস ইউনিভার্স' হলেন ক্যাট্রিওনা গ্রে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৩ PM
আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৮, ০৩:৫৫ PM

bdmorning Image Preview


৯৩টি দেশের প্রতিযোগী থেকে গত রবিবার (১৫ ডিসেম্বর) ‘মিস ইউনিভার্স ২০১৮’ নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী ফিলিপাইনের তরুণী ক্যাট্রিওনা গ্রে।

এই আসরে প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার তামারিন গ্রিন এবং তৃতীয় স্থানে রয়েছেন ভেনেজুয়েলার স্টেফানি গুতিরেজ। থাইল্যান্ডের ব্যাংককে আয়োজিত এই সুন্দরী প্রতিযোগিতায় স্বাগতিক সোফিদা কানচানারিন ১০ম স্থানে রয়েছেন।

ক্যাট্রিওনা চূড়ান্ত পর্বে তার কথার মধ্য দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। তিনি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘কাউকে খাবার দিলে সে পরের দিন আবারও ক্ষুধা অনুভব করবেন। আর ওষুধ দিলে জীবনে আবারও তার এটার প্রয়োজন হবে। কিন্তু কাউকে শিক্ষা দেওয়া হলে সেটি তিনি সারাজীবন মনে রাখবে।’

তিনি পেশায় ছিলেন একজন টিভি উপস্থাপক ও মডেল। জন্মগ্রহণ করেছেন কুইন্সল্যান্ডে এবং তার বাবা ছিলেন স্কটিশ অস্ট্রেলিয়ান ও মা ফিলিপাইনের নাগরিক।

Bootstrap Image Preview