Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

'বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৮:৪১ PM
আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৭ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও ঢাকা ৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নসরুল হামিদ বিপু বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বছরের প্রথম দিনই ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে ৩৬ কেটি বই বিতরণ করা হচ্ছে।

আজ শনিবার সকালে কেরানীগঞ্জের খেজুরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ সময় প্রতিমন্ত্রী আরো বলেন, সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ চাইলে নৌকায় ভোট দিন।

তিনি বলেন, কেরানীগঞ্জে শিক্ষার হার বেড়েছে। এখানকার অনেক মেয়ে উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করছে। কেউবা লেখাপড়া শেষ করে চাকরি করছেন। মানসম্পন্ন শিক্ষা দানের পাশাপাশি উচ্চ শিক্ষার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেরানীগঞ্জে ক্যাম্পাস স্থাপন করছে।

তিনি আরও বলেন, কেরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখায় দুইবার দেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কেরানীগঞ্জের শিক্ষার এ ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর সবাইকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো আ’লীগকে ক্ষমতায় আনতে হবে।

সমাবেশে আরও বক্তব্য দেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, শুভাঢ্যা ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, আ’লীগ নেতা মজিবর রহমান, জিএম সারোয়ার, জাফর মাস্টার, মো. রনি প্রমূখ।

Bootstrap Image Preview