চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের সঙ্গে নয় বছরের সম্পর্কে ইতি টেনে জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে জুভেন্টাসে যাওয়ার আগে আরও বেশ কয়েকটি দলের সঙ্গে রোনালদোর নাম জড়িয়েছিল।
তালিকায় ছিল রোনালদোর প্রাক্তন ক্লাব ম্যান ইউনাইটেড। শোনা যাচ্ছিল রেয়াল ছেড়ে ফের ইংল্যান্ডে ফিরতে চান রোনালদো। তবে শেষ পর্যন্ত তা হয়নি।ম্যান ইউনাইটেডে রোনালদো কেন আসেননি তা জানালেন ম্যানইউ কোচ জোসে মোরিনহো।
মোরিনহো বলেন, "ক্রিশ্চিয়ানো কখনই আমার টেবিলে ছিল না। ও আসবে কি না, সে বিষয়ে আমার মত জানানোর কোনো সুযোগই ছিল না। এটা কখনও টেবিলে ছিলই না"।
অর্থাত মোরিনহো বলতে চেয়েছেন রোনালদোকে ম্যান ইউ-তে আনার কোনো উদ্যোগই নেওয়া হয়নি। পুরোটাই গুজব। এটা সত্যি কিনা, সেটা অবশ্য জানার কোনো উপায় নেই।