Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শনিবার, ডিসেম্বার ২০২৩ | ২৪ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মেসির ইতালি যাত্রা নিয়ে মুখ খুললেন ফিফা এজেন্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ০২:৩৯ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ০২:৩৯ PM

bdmorning Image Preview


১৩ বছর বয়সে বার্সেলোনার লা মাসিয়া একাডেমি-তে যোগ দেন লিওনেল মেসি। বাকিটা ইতিহাস। বার্সেলোনার ফুটবল ইতিহাসে রেকর্ড গোলদাতা তিনি। তবে বার্সা জার্সিতে খেললেও, অনেক সময় শোনা যাচ্ছিল তাঁকে দলে নিতে চায় ম্যাঞ্চেস্টার সিটি, চেলসির মতো ক্লাবগুলি। তবে এই সব গুজবই চাপা পরে যায় ২০১৭ সালে। যখন বার্সার সঙ্গে নতুন চুক্তি করেন মেসি। যার অর্থ ২০২১ পর্যন্ত বার্সা জার্সিতেই থাকবেন তিনি।

কিন্তু দুদিন আগেই মেসিকে ইতালিতে আসার আহ্বান জানিয়েছেন রোনালদো। সেই থেকেই নতুন করে আলোচনা শুরু হয়েছে মেসির ভবিষ্যত্‍ নিয়ে। ফিফার এক এজেন্টের মন্তব্য তাতে ইন্ধন জুগিয়েছে।ফিফা এজেন্ট অ্যালেসিও সান্দাস বলেছেন, তিনি মেসিকে ইতালিতে নিয়ে যেতে চান।

রেডিও গোল ২৪-কে দেওয়া সাক্ষাত্‍কারে তিনি জানান, "কয়েকদিন ধরে পেপ সেগুরার সঙ্গে আমার ই-মেলে অনেক কথা হয়েছে। সেগুরা বার্সেলোনার জেনারেল ম্যানেজার। এবং একইসঙ্গে মেসির বাবার সঙ্গেও। যিনি মেসির ভালো-মন্দ নিয়ে আলোচনা করেন। তাঁদের উত্তর কিন্তু পুরোপুরি না ছিল না। যেমনটা অতীতে দেখা গিয়েছিল। শুরুতে আমি ভেবেছিলাম চুক্তিটা নাপোলিকে দিতে। মারাদোনার ফেলে যাওয়া স্মৃতি তুলে আনার এর চেয়ে ভালো সুযোগ আর হয় না। তবে নাপোলির পক্ষে তা কখনই সহজ হবে না। কারণ সব ক্লাব মেসির মতো খেলোয়াড়কে সহজে দলে নিতে পারবে না। যেহেতু এসি মিলান এই মুহূর্তে উয়েফার অনুমোদন নিয়ে টালমাটাল অবস্থায় তাই মনে হল ইন্টার মিলানই ওঁর জন্য ঠিক হবে। টেকনিক্যাল এবং আর্থিক দিক দিয়ে। জুভেন্টাসে রোনালদো আসার পর ট্রান্সফার মার্কেট যেমনটা হয়েছিল, মেসির ট্রান্সফার সেটাকে চ্যালেঞ্জ করতে পারবে"।

Bootstrap Image Preview