Bootstrap Image Preview
ঢাকা, ১৩ রবিবার, অক্টোবার ২০২৪ | ২৭ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে 'দহন'র হল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮, ১০:৫৩ PM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮, ১০:৫৩ PM

bdmorning Image Preview


বছরের সবচেয়ে আলোচিত সিনেমা জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’ গত ৩০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়। মুক্তির ৩ সপ্তাহ পর এসে আবার হল সংখ্যা বাড়ানো হলো। অর্থাৎ ৩য় সপ্তাহেও ছবিটি দেখার প্রতি রয়েছে দর্শকদের তুমুল চাহিদা। দর্শকদের চাহিদা মেটাতে তাই ১৪ই ডিসেম্বর থেকে যেসব সিনেমা হলে চলবে এই সিনেমা সেগুলো হলঃ

স্টার সিনেপ্লেক্স –বসুন্ধরা সিটি, ঢাকা ( ১০:৩০, ১:১০, ৩:৫০, ৬:৩০, ৯:১০ ) ব্লকবাস্টার সিনেমাস –যমুনা ফিউচার পার্ক, ঢাকা (১১:৩০, ২:১৫, ৫:০০, ৭:০৫) শ্যামলী সিনেমা –ঢাকা ( ১২:০০, ২:৪০, ৫:৩০, ৮:০০) বলাকা সিনেওয়ার্ল্ড –ঢাকা, সিলভার স্ক্রিন –চট্টগ্রাম (২:০০, ৫:৩০),  মম-ইন –বগুড়া, রাজমনি সিনেমা – ঢাকা, এশিয়া সিনেমা –ঢাকা, আনন্দ সিনেমা –ঢাকা, মুক্তি সিনেমা –ঢাকা, পূরবী সিনেমা –ঢাকা, পুনম সিনেমা –ঢাকা, রানীমহল সিনেমা –ডেমরা, সেনা –সাভার, আলমাস –চট্টগ্রাম, ছায়াবানী –ময়মনসিংহ, কেয়া –টাঙ্গাইল,  লিবার্টি –খুলনা, মর্ডান –দিনাজপুর, মধুমতি –ভৈরব, রাজ –কুলিয়ারচর, রুপকথা –পাবনা, শঙ্খ –খুলনা, সনিয়া –বগুড়া, মনিহার –যশোর, আয়না –আক্কেলপুর, বাবুল –নওহাটা, বর্নালী –নওয়াপাড়া, চলন্তিকা –গোপালদী, চাঁদমহল –কাচপুর, ছন্দা–পটিয়া, ঝংকার –পাচদোনা, কথাচিত্র –কটিয়াদী, মধুমিতা –মাগুরা, মোহনা-কোনাবাড়ি, মমতাজ –সিরাজগঞ্জ, মুন –হোমনা, নবীন –মানিকগঞ্জ, পান্না –মুক্তারপুর, তামান্না-সৈয়দপুর, আলতা–সরিষাবাড়ি, বনলতা –ফরিদপুর, ফিরোজমহল–পাগলা, হ্যাপি–লক্ষীপুর, কাজলি–মতলব, কল্লোল-মধুপুর, মানসী –কিশোরগঞ্জ, মেহেরপুর–মেহেরপুর, মনিকা–শায়েস্তাগঞ্জ, মুন–হোমনা, পালকী–চান্দিনা, প্রিয়া–ঝিনাইদহ, পূর্বাষা–সান্তাহার, রাজিয়া–নাগরপুর, রুপকথা –পাবনা, সাগরিকা–চালা, সোনালী–টেকেরহাট, তিতাস–পটুয়াখালী, আলমডাঙ্গ –আলমডাঙ্গা, অনামিকা–পিরোজপুর, বাব–কিশোরগঞ্জ, বৈশাখী–নরিয়া, ছন্দা–কালীগঞ্জ, দিনান্ত–কেশরহাট, গ্যারিশন–দয়ারামপুর, লাইটহাউজ-পারুলিয়া, মমতাজমহল–নীলফামারী, নসিব–সাপাহার, রাজু–ঈশ্বরদী, রংধনু–নজিপুর, রূপালী–পাঁচবিবি, সখি–হোসাইনপুর, সোনালী–ঘোড়াঘাট, সনি–ইসলামপুর, উল্লাস–বীরগঞ্জ, বর্নালী–শাহজাদপুর, আশা–মেলান্দহ, জনতা–জলঢাকা, আনন্দ–তানোর, শাহীন-বল্লাবাজার।

ছবিটির পরিচালনা করেছেন রায়হান রাফি এবং অভিনয় করেছেন পূজা চেরি, সিয়াম এবং জাকিয়া বারি মমসহ আরও অনেকে। সিনেমাটি প্রথম মুক্তি দেওয়া হয়েছিল সারাদেশের মোট ৪৭ টি প্রেক্ষাগৃহে কিন্তু দর্শকদের চাহিদা মেটাতে ৩য় সপ্তাহে আরও ৩৩ টি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হচ্ছে। ৩য় সপ্তাহ থেকে মোট ৮০ টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শন চলবে।   

Bootstrap Image Preview