চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বড় পরাজয়ের দিনে জিততে পারেনি ম্যান ইউ। বুধবার রাতে ভ্যালেন্সিয়া ২-১ গোলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে এবং ইয়ং বয়েজকে ১-২ ব্যবধানে হারিয়েছে ম্যানসিটি। যদিও আগেই ম্যান ইউ ও জুভেন্টাস নিরাপদে প্রি-কোয়ার্টারে জায়গা পাকা করেছে৷
১৭ মিনিটে কার্লোস সোলের গোলে ১-০ এগিয়ে যায় ভ্যালেন্সিয়া৷ এরপর প্রথমার্ধে আর কোনো গোল হয়নি ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতীতে যায় ভ্যালেন্সিয়া।
বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার গোল খেয়ে বসে ইউনাইটেড। ৪৭ মিনিটে জোনসের আত্মঘাতী গোলে স্প্যানিশ দলটি ব্যবধান বাড়িয়ে ২-০ করে৷ এবার ইউনাইটেড ডিফেন্ডার ফিল জোনস নিজেই নিজেদের জালে বল জালে জড়ান। ০-২ ব্যবধানে পিছিয়ে পড়ে অনেকটা স্তিমিত হয়ে যায় ইউনাইটেডের গ্রুপ সেরা হওয়ার সম্ভাবনা।
৮৭ মিনিটে ইউনাইটেডের হয়ে এক গোল শোধ দেন রাশফোর্ড। যেটি কেবল ব্যবধানই কমিয়েছে তাদের। ফলে গ্রুপ রানার আপ হয়েই চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে পৌঁছালো ম্যানউই।
এদিকে ‘এইচ’ গ্রুপের অপর ম্যাচে বার্নে সুইস দল ইয়ং বয়েজের কাছে ম্যাঞ্চেস্টার হারলেও জয় পেয়েছে ম্যানসিটি। ইয়ং বয়েজেকে ২-১ গোলে হারানোর ম্যাচের ১৬তম মিনিটে তাদের জালে প্রথম গোলটি করে অতিথিরাই।ম্যনসিটি সমতায় ফেরে প্রথমার্ধের যোগ করা সময়ে দলকে ক্রামারিচের স্পট কিক থেকে।
বিরতির পর একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ ব্যতিব্যস্ত করে রাখে প্রতিপক্ষকে।রে ম্যাচের ৬১তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোলটি করেন সানে। ফলে ২-১ ব্যবধানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্ব নিশ্চিত হলো সিটির।