জন্মদিনে ক্যান্সার আক্রান্ত ২৫ শিশুর পাশে থাকার অঙ্গীকার করেছেন যুবরাজ সিংহ। বুধবার সোশ্যাল মিডিয়ায় যুবির এই মানবিক প্রতিশ্রুতি সাড়া ফেলল ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
নিজের ফাউন্ডেশন ‘ইউ উই ক্যান’-এর মাধ্যমে ২৫ জন ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা করলেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংহ। ৩৭ বছরে পা দেওয়ার দিনে ট্যুইটারে এক ভিডিওতে তিনি বলেছেন, ‘আজ আমার জন্মদিন। আজ আমি ক্যান্সারের পর অমূল্য উপহার হিসেবে পাওয়া জীবন উপভোগ করছি। ক্যান্সারকে হারানোর শক্তি দেওয়ার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশের কোটি কোটি মানুষের ক্যান্সারের চিকিৎসা করার অর্থ নেই। আমার ফাউন্ডেশন ইউ উই ক্যান-এর মাধ্যমে এক্ষেত্রে সাহায্য করতে চাইছি।’
যুবরাজ ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে ৫০ ওভারের ক্রিকেটে ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য। যুবরাজের আর এক পরিচয় হল তিনি ক্যান্সারজয়ী ক্রিকেটার। মারণরোগকে হারিয়ে ক্রিকেট মাঠে ফিরেছেন তিনি। শুধু ফেরেনইনি, সর্বোচ্চ পর্যায়ে জাতীয় দলের প্রতিনিধিত্বও করেছেন। যা তাঁর অদম্য মানসিকতার পরিচয় রাখছে। সেই লড়াইয়ের জন্যই এই মারণরোগে আক্রান্তদের সামনে অনুপ্রেরণা হয়ে উঠেছেন বাঁ-হাতি ক্রিকেটার। ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ‘ইউউইক্যান’ নামে ফাউন্ডেশনও গড়েছেন তিনি। যার মাধ্যমে ক্যান্সার আক্রান্তদের পাশে থাকেন তিনি। জন্মদিনে ২৫ শিশুর চিকিত্সার অঙ্গীকার সেই উদ্দেশেই করা।