Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, অক্টোবার ২০২৪ | ২৭ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নক-আউট পর্বের আগের ম্যাচে সতর্ক রোনালদো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮, ১০:৩০ AM
আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮, ১০:৩০ AM

bdmorning Image Preview


সুইৎজ়ারল্যান্ডের স্টাডা ডে সুইজ্জায় বুধবার চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের গ্রুপের শেষ ম্যাচ খেলতে নামছে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। ৫ ম্যাচে তাদের পয়েন্ট ১২। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক-আউটে খেলা প্রায় নিশ্চিত ইতালীয় ক্লাবটির। কিন্তু পরের ধাপের লড়াইয়ের আগে পর্তুগিজ তারকা সতর্ক করে দিলেন তাঁর ক্লাব ও সতীর্থদের।

রোনালদো নিজে পাঁচ বার চ্যাম্পিয়ন্স লিগজয়ী ক্লাবে খেলেছেন। চার বার রিয়াল মাদ্রিদে। একবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে। তাঁর নতুন ক্লাব জুভেন্টাস শেষবার এই ট্রফি জেতে ১৯৯৫-’৯৬ মরসুমে। তুরিনের এই ক্লাবের সমর্থকদের আশা পাঁচ বারের ব্যালন ডি’ওর জয়ী ফুটবলার যোগ দেওয়ায় তাঁরা আবার ইউরোপের সেরা ক্লাব হয়ে উঠবেন। 

রোনালদো অবশ্য পরিষ্কার বলে দিলেন, কাজটা মোটেই অত সহজ নয়, ‘‘অবশ্যই আমিও চাই এই ট্রফিটা জুভেন্তাসকে দিতে। কিন্তু কাজটা মোটেই সহজ নয়। ধাপে ধাপে আমাদের এগোতে হবে। সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। তা ছাড়া নক-আউটে একটা ভুল মানেই সব শেষ। গ্রুপে আমাদের সঙ্গে ইউনাইটেডের (ম্যাঞ্চেস্টার) খেলাটার কথাই ধরুন না। আমরা কিন্তু ম্যাচটায় ১-২ হেরেছি। এটাই যদি কোয়ার্টার ফাইনাল হত, তা হলে কিন্তু আমরা ছিটকে যেতাম।’’ সঙ্গে তিনি যোগ করেছেন, ‘‘আসলে এই ধরনের প্রতিযোগিতা জিততে আরও একটা জিনিস লাগে। সেটা হচ্ছে ভাগ্য।’’

সেরি আ-তে দুরন্ত ফর্মে খেলে যাচ্ছেন রোনাল্ডো। এবং নতুন ক্লাবের হয়ে ইতিমধ্যেই ১১টি গোল করে ফেলেছেন। জুভেন্তাস নিয়ে দারুণ আশাবাদী রোনাল্ডো বলেছেন, ‘‘বিশেষ কারও নাম করাটা ঠিক হবে না। তবে এটা বলতে পারি, যে এত ভাল দলে ফুটবল জীবনে এর আগে কখনও খেলিনি।’’ তাঁর আরও কথা, ‘‘এখানে আমরা ঐক্যবদ্ধ। অন্য জায়গায় দেখেছি কেউ কেউ নিজেদের সব সময় বিরাট কিছু ভাবে। মাদ্রিদের থেকে এখানকার পরিবেশও অনেক আলাদা। এখানে আমরা সবাই একটা পরিবারের মতো।’’

জুভেন্টাসের মতোই রোনালদোর পুরনো ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও চ্যাম্পিয়ন্স লিগের নক-আউটে খেলার যোগ্যতা অর্জন করেছে। তাই স্পেনে বুধবার ভ্যালেন্সিয়ার সঙ্গে তাদের খেলারও বিশেষ গুরুত্ব নেই। বরং ম্যান ইউ ম্যানেজার নাকি বেশি ভাবছেন ইপিএলে আগামী রবিবার লিভারপুলের সঙ্গে ম্যাচ নিয়ে। তবে চ্যাম্পিয়ন্স লিগে ভ্যালেন্সিয়া ম্যাচকে গুরুত্ব দিচ্ছেন না, এমন কথা পর্তুগিজ ম্যানেজার নিজে একবারও বলেননি। জানিয়েছেন, এই ম্যাচে পল পোগবাকে তিনি প্রথম থেকেই খেলাবেন।

এ দিকে, ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করা ম্যাঞ্চেস্টার সিটি বুধবার খেলবে হফেনহাইমের বিরুদ্ধে। ম্যান সিটি ম্যানেজার পেপ গুয়ার্দিওলা বেশ কয়েক জন নতুন ফুটবলারকে খেলিয়ে ঝুঁকি নিচ্ছেন বলে খবর। সঙ্গে তিনি বলেছেন, ‘‘মোটেই আমরা অপরাজেয় কোনও শক্তি নই। চ্যাম্পিয়ন্স লিগেও ভাল কিছু করার চেষ্টা করব। এর থেকে বড় কোনও আশ্বাস দিতে পারছি না।’’

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে: রিয়াল মাদ্রিদ বনাম সিএসকে মস্কো (রাত ১১-২৫), ইয়ং বয়েজ বনাম জুভেন্তাস (রাত ১-৩০), বেনফিকা বনাম এইকে (রাত ১-৩০), শাখতার দনেস্ক বনাম লিয়ঁ (রাত ১-৩০), ম্যাঞ্চেস্টার সিটি বনাম হফেনহাইম (রাত ১-৩০), আয়াখ্স আমস্টারডাম বনাম বায়ার্ন মিউনিখ (রাত ১-৩০), ভ্যালেন্সিয়া বনাম ম্যাঞ্চেস্টার ইউনাটেড (রাত ১-৩০)।       

Bootstrap Image Preview