Bootstrap Image Preview
ঢাকা, ০৯ শনিবার, ডিসেম্বার ২০২৩ | ২৪ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রোনালদোর জুভেন্টাসে ওজিলকে নিয়ে জল্পনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০২:২৬ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০২:২৬ PM

bdmorning Image Preview


গত কয়েকটি ম্যাচে আর্সেনালের প্রথম একাদশে স্থান পাননি জার্মানির বিশ্বকাপ জয়ী খেলোয়াড় মেসুত ওজিল। আর কয়েক দিন, তার পরেই শুরু হয়ে যাবে দ্বিতীয় দলবদল (জানুয়ারি ২০১৯)। ফলে শোনা যাচ্ছে তাঁকে নিজেদের র‍্যাডারে রেখেছে বেশ কয়েকটি ক্লাব। আর্সেনালও তাঁকে নাকি বিক্রি করতে চায়।

ডেইলি স্টারের খবর অনুযায়ী, ওজিলকে নিজেদের র‍্যাডারে রেখেছে দুই ইতালিয়ান হেভিওয়েট ইন্তার মিলান এবং জুভেন্টাস।

অন্য দিকে দ্য সান জানাচ্ছে, চলতি সপ্তাহে নিজের ভাই মুতলুকে নিয়ে ইতালি উড়ে যেতে পারেন ওজিল। এই সংক্রান্ত বিষয়ে ফয়সালার জন্য।

জুভেন্টাসে যদি তিনি যোগ দেন তা হলে প্রাক্তন সতীর্থ ক্রিশ্চিয়ান রোনালদোর সঙ্গে ফের এক জার্সিতে দেখা যাবে তাঁকে। এর আগে রেয়াল মদ্রিদে এক সঙ্গে খেলেছেন তাঁরা। তবে শোনা যাচ্ছে জানুয়ারিতে তাঁকে দলে নেওয়ার চেষ্টা নাও করতে পারে জুভে। কারণ দলে ইতিমধ্যেই পাওলো ডিবালার মতো ফুটবলার উপস্থিত। শেষমেশ কী হয় তা তো সময়ই বলবে।

Bootstrap Image Preview