Bootstrap Image Preview
ঢাকা, ১৫ শনিবার, জুন ২০২৪ | ১ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাতে বার্সেলোনার মুখোমুখি কেনের টটেনহ্যাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ০১:১৫ PM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ০১:১৫ PM

bdmorning Image Preview


মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ‘বি’-র গুরুত্বপূর্ণ ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে টটেনহ্যাম হটস্পার। নক-আউটে যেতে গেলে টটেনহ্যামকে এই ম্যাচে জিততেই হবে ক্যাম্প ন্যু-তে।চ্যাম্পিয়ন্স লিগের নক-আউটে উঠতে মরিয়া হ্যারি কেন, মুসা দেম্বেলেরা আজ শুধু জিতলেই হবে না। একই সঙ্গে এই গ্রুপে পিএসভি আইন্দহোভেনের বিরুদ্ধে ইন্টার মিলানের জেতা চলবে না। 

বার্সেলোনার ঘরের মাঠে হ্যারি কেন বনাম মেসির এই দ্বৈরথের আগে টটেনহ্যাম ম্যানেজার পোচেত্তিনো। তিনি বলছেন, ‘‘দুর্দান্ত একটা ম্যাচ খেলতে চলেছি আমরা। ইতিমধ্যেই শেষ ষোলোয় চলে গিয়েছে বার্সা। আমাদের এই পরিস্থিতিতে জিততেই হবে। আর সেই যোগ্যতা আমাদের রয়েছে। মাঠে নেমে জিততে গেলে আমাদের ২০০ শতাংশ নিংড়ে দিতে হবে।’’ 

অন্যদিকে পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সা। তাই আজকের ম্যাচে কয়েক জনকে বিশ্রামে রাখার কথা জানিয়েছে বার্সা কোচ। হালকা হাঁটুর ইনজুরির কারণে এই ম্যাচে লুইস সুয়ারেসের খেলার সম্ভাবনা কম। তবে মেসি এই ম্যাচে থাকবেন বলে জানিয়েছেন ভালভার্দে।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ: শালকে ০৪ বনাম লোকোমেটিভ মস্কো (রাত ১১.২৫), গালাতাসারে বনাম পোর্তো (রাত ১১.২৫), ক্লুব ব্রাগে বনাম আতলেতিকো দে মাদ্রিদ (রাত ১.৩০), ইন্টার মিলান বনাম পিএসভি আইন্দহোভেন (রাত ১.৩০), বার্সেলোনা বনাম টটেনহ্যাম (রাত ১.৩০), রেডস্টার বেলগ্রেড বনাম পিএসজি (রাত ১.৩০), মোনাকো বনাম বরুসিয়া ডর্টমুন্ড (রাত ১.৩০), লিভারপুল বনাম নাপোলি (রাত ১.৩০)।

Bootstrap Image Preview