Bootstrap Image Preview
ঢাকা, ১৩ শুক্রবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৮ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মেসিকে ইতালিতে খেলার পরামর্শ রোনালদোর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৮, ১০:৫১ AM
আপডেট: ১১ ডিসেম্বর ২০১৮, ১০:৫২ AM

bdmorning Image Preview


নয় মৌসুম রিয়াল মাদ্রিদে কাটিয়ে এবারই জুভেন্টাসে পাড়ি দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফলে বিশ্বসেরার প্রতিদ্বন্দ্বিতা এখন আর স্পেনে আটকে নেই। মেসি-রোনালদো দুজনই আলো ছড়াচ্ছেন এ মৌসুমে। তবে দুজনে ভিন্ন লিগে। নতুন লিগে দারুণ মানিয়ে নিয়েছেন রোনালদো। জুভেন্টাসের হয়ে মৌসুম শুরুর ৬০ বছর পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন। এমন অবস্থায় স্পেনের কথা ভুলেই যাওয়ার কথা তাঁর। কিন্তু একজনের কথা ভুলতে পারছেন না রোনালদো। প্রতিদ্বন্দ্বী মেসিকে!

লা গেজেত্তা দেল্লো স্পোর্তকে বলছেন, ‘আমি হয়তো ওকে (মেসিকে) একটু মিস করছি। আমি ইংল্যান্ড, স্পেন, ইতালি, পর্তুগাল , জাতীয় দল সবখানেই খেলেছি, আর ও স্পেনেই রয়ে গেল। হয়তো, ওর আমাকে আরও দরকার।’

ইটালিয়ান সাংবাদিকদের রোনালদো আরও বলেন, ‘‘আমি চাই, মেসি একদিন না একদিন ইটালিতে খেলতে আসুক। আশা করব, আমি যে রকম চ্যালেঞ্জটা গ্রহণ করেছি, মেসিও সে রকমই করবে। তবে ও যদি বার্সেলোনায় খেলে খুশি থাকে, তা হলে ঠিক আছে। আমি ওর সিদ্ধান্তকে সম্মানই করব।’’

এর পরে পর্তুগিজ মহাতারকা আরও  বলেন, ‘‘আমার কাছে জীবন মানে হল একটা চ্যালেঞ্জ। আমি যেখানে যাই, সেখানকার মানুষকে খুশি দেখতে চাই। মানুষকে খুশি করতে চাই। কোনও সন্দেহ নেই, মেসি দুর্দান্ত একজন ফুটবলার। কিন্তু এখানে আমি কারও অভাব টের পাচ্ছি না। এটা আমার নতুন জীবন। আর সেই জীবন নিয়েই আমি খুশি।’’ 

গত মৌসুমে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন রোনালদো। যা নিয়ে সি আর সেভেন বলছেন, ‘‘আমি স্বস্তির জায়গা ছেড়ে এখানে এসেছি। চ্যালেঞ্জটা নিয়েছি। বিশ্বকে দেখিয়ে দিয়েছি, আমি কত ভাল ফুটবলার।’’ তবে তাঁর কাছে যে আরও ক্লাবের প্রস্তাব ছিল, তা জানাতে ভুলছেন না রোনালদো। 

এবারের ব্যালন ডি’অরেও রোনালদো এগিয়ে ছিলেন অনেকটাই। রিয়ালকে টানা তৃতীয় চ্যাম্পিয়নস লিগ এনে দেওয়ায় তাঁর ১৫ গোলের ছিল অনেক বড় ভূমিকা।তা সত্বেও  আর ব্যালন ডি’অর জেতা হয়নি তারএ নিয়ে তাঁর বন্ধু-পরিবার হতাশা প্রকাশ করেছে সরাসরি।

রোনালদো অবশ্য মদরিচকে অভিনন্দনই জানালেন, ‘আমার তো ধারণা ব্যালন ডি’অর আমার প্রতি বছর জেতা উচিত। আমি এ জন্য পরিশ্রম করি। কিন্তু না জিতলে সব শেষ হয়ে গেছে এমন নয়। আমি এ সিদ্ধান্তকে সম্মান জানাই। মাঠে আমি জেতার জন্য সম্ভাব্য সবকিছু করেছি, সংখ্যা মিথ্যা বলে না। কিন্তু পাইনি বলে আমি কম খুশি, তাও না। আমার অসাধারণ বন্ধু আর পরিবার আছে, আমি বিশ্বের অন্যতম সেরা ক্লাবের হয়ে খেলি। আপনার ধারণা আমি বাসায় গিয়ে কান্নাকাটি করি এ নিয়ে? আমি অবশ্যই হতাশ হয়েছি কিন্তু জীবন এগিয়ে যায়। আমি আরও বেশি পরিশ্রম করব। যাই হোক, মদরিচকে অভিনন্দন, সে এটার যোগ্য। কিন্তু আগামী বছর আবার দেখা হবে এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব জেতার।’

Bootstrap Image Preview