Bootstrap Image Preview
ঢাকা, ০২ শনিবার, ডিসেম্বার ২০২৩ | ১৮ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সাংবাদিক পরীমণির চমক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ১১:০১ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ১১:০১ PM

bdmorning Image Preview


গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘প্রীতি’ নামের থ্রিলারধর্মী একটি ওয়েব সিরিজে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি।

গত রবিবার (৯ ডিসেম্বর) এই ওয়েব সিরিজের ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে এবং ফার্স্ট লুকেই  দেখালেন চমক এই অভিনেত্রী।

এর আগে তিনি এই নির্মাতার ‘স্বপ্নজাল’ ছবির ‘শুভ্রা’ চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পেয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবারের এই ওয়েব সিরিজের প্রকাশিত ফার্স্ট লুকেই বেশ প্রশংসায় ভাসছেন পরী। এমনকি নির্মাতা নিজেও মুগ্ধ হয়েছেন তার অভিনয়ে।

সাংবাদিক চরিত্রে কেন পরীমণিকেই বেছে নিলেন সে বিষয়ে জানতে চাইলে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম বলেন,‘যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নেয়ার ক্ষমতা আছে পরীর। আর সে জন্যই মূলত এই সিরিজটিতে তাকে নেয়া এবং সেটির প্রমাণ খুব ভালোভাবেই দিলেন পরী।‘ 

 

Bootstrap Image Preview