Bootstrap Image Preview
ঢাকা, ২৫ মঙ্গলবার, জুন ২০২৪ | ১১ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি টেলি সামাদ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ১০:৫৮ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ১০:৫৮ PM

bdmorning Image Preview


বাংলাদেশের জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ গুরুতর অসুস্থ হয়ে গত মঙ্গলবার থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

সোমবার (১০ ডিসেম্বর) তার মেয়ে সোহেলা সামাদ কাকলী এই বিষয়টি জানিয়ে বলেন, ‘বেশ কয়েক দিন ধরেই খাবারের প্রতি অনীহা দেখা দেয় বাবার। খাবার খেতে না পারায় আস্তে আস্তে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর সেই অবস্থাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।’

কাকলী বলেন,‘গত শুক্রবার  বাবাকে নিবীর পরিচর্যায় নেওয়া হয় এবং ইতিমধ্যে তার শরীরে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. প্রতীক দেওয়ানের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসকরা বাবার সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার বুকে ইনফেকশন আছে। এছাড়া রক্তের প্লাটিলেটও আস্তে আস্তে কমে যাচ্ছে। তিনি তার বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।’

ঢাকাই সিনেমার অত্যন্ত শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ ১৯৭৩ সালে ‘কার বউ’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন এবং চার দশকে প্রায় ৬০০ টি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা।

 

Bootstrap Image Preview