রোকেয়া দিবসে কণ্ঠশীলন পরিবেশিত আবৃত্তি অনুষ্ঠান ‘মহীয়সী রোকেয়া’ মঞ্চায়ন হবে। রাজধানী ঢাকার শাহবাগে অবস্থিত কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আজ ৯ই ডিসেম্বর, রবিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে রোকেয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।
নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের জীবন ও কর্ম নিয়ে সাজানো হয়েছে আবৃত্তির এই পূর্ণাঙ্গ প্রযোজনাটি। তাঁর বিখ্যাত গ্রন্থাবলি অবরোধবাসিনী, মতিচুর, সুলতানার স্বপ্ন, চিঠি-পত্র ও পদ্মরাগ উপন্যাসের বিষয়গুলো থাকছে এই প্রযোজনায়। প্রযোজনাটির নির্দেশনায় আছেন কণ্ঠশীলন প্রশিক্ষক ও নির্দেশক গোলাম সারোয়ার।