ইমরান মাহফুজ।।
তোমাদের মহাকাল আমার ছাদের নিচে
বোধহীন মাংসের দুনিয়ায়
যৌবন ফোটে না ফুটায়, মিনতি রাখে না করে,
ফলত ইউনিফর্ম পরা বালক বালিকারাও বেশ অ্যাডভান্স!
সন্ধ্যার আগে চাঁদ, ভোরের আগে সূর্য
পরীক্ষার আগে প্রশ্ন, সময়ের আগে রেজাল্ট
জানার আগে প্রেম, প্রেমের আগে কাম
বালিকার আগে নারী, বিয়ের আগে বাচ্চা
চুলের আগে খোঁপা, বউয়ের আগে শাশুড়ি
তৃষ্ণার আগে জল, সুতোর আগে নাটাই
ছোঁয়ার আগে জ্বালা, মনের আগে বন
ঘরের আগে ফার্নিচার, মরার আগে কবর
জন্মের আগে মহাপুরুষ, দশের আগে শতক
লেখার আগে প্রকাশ, বইয়ের আগে পুরস্কার
কলির আগে ফুল, কর্মীর আগে নেতা
রাজ্য নেই রাজা, দেশের আগে পতাকা
খোলা চোখে আন্ধার, জন্মের আগে মৃত্যু!
শতকসমগ্রে ইঁদুরের ভিড়ে আশার বিলাপ
ঘুমিয়ে পড়েছে স্বপ্নযাত্রা!
চাঁদ ও নক্ষত্রের অগ্রিম চাওয়া পাওয়ায়-
ধূমকেতুর ছায়াপথে মেধাহীন অন্ধকার।
তোমাদের মহাকাল আমার ছাদের নিচে!