Bootstrap Image Preview
ঢাকা, ০৭ শনিবার, ডিসেম্বার ২০২৪ | ২৩ অগ্রহায়ণ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিস ওয়ার্ল্ড ভেনেসাকে শুভেচ্ছা জানালেন ঐশী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০১৮, ০১:৩৪ PM
আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮, ০১:৩৪ PM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


এবার মিস ওয়ার্ল্ড হয়েছেন মেক্সিকোর ভেনেসা পোঞ্চ।শনিবার চীনের সানাই শহরে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে ভেনেসা পোঞ্চের সঙ্গে ছবি তুলে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করেছেন এই প্রতিযোগিতায় ১৩তম হওয়া বাংলাদেশের ঐশী।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮তম আসরের সেরা সুন্দরীদের তালিকায় এবার বাংলাদেশের হয়ে ইতিহাস গড়েন ঐশী। বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে এবার ফাইনালে লড়াই করেন তিনি। এর আগে কোনো বাংলাদেশি ফাইনালের মঞ্চে যেতে পারেননি। তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন দেশের মানুষ।

ভেনেসা পোঞ্চের সঙ্গে ঐশীর ছবিতে দেশের দন্ত চিকিৎসক ও মডেল ঈশিকা নাজনিন লিখেছেন,‘স্বাগতম মিস বাংলাদেশ। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় আপনার যাত্রা সত্যিই অসাধারণ ছিল। আপনাকে নিয়ে আমরা গর্ববোধ করছি।’

পিরোজপুরের মাটিভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন ঐশী। ১৮ বছর বয়সী এই সুন্দরী চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। এ বছর ৩০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জিতে নেন ঐশী।

গত বছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হন জেসিয়া ইসলাম। চীনের সাংহাই শহরে অনুষ্ঠিত ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেন তিনি। প্রতিযোগিতার সেরা ৪০-এ ছিলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম। কিন্তু সেমিফাইনাল থেকে বাদ পড়েন এই সুন্দরী। সেবার ‘মিস ওয়ার্ল্ড’ নির্বাচিত হন ভারতের মানসি চিল্লার।

 

Bootstrap Image Preview