Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চমক থাকছে অস্কারের উপস্থাপনায়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ০১:৫৩ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ০১:৫৫ PM

bdmorning Image Preview
ছবি- সংগৃহীত


বিশ্ব চলচ্চিত্র শিল্পের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯১তম আসর বসবে আগামী বছরের ২৪ ফেব্রুয়ারি। এবারের আসরটি উপস্থাপনা করবেন মার্কিন কমেডি অভিনেতা ও প্রযোজক কেভিন হার্ট। ‘রাইড অ্যালং’খ্যাত এই অভিনেতা খবরটি নিজেই ইনস্টাগ্রামে জানিয়েছেন।

কেভিন হার্ট প্রথমবারের মতো অস্কারের অনুষ্ঠান উপস্থাপনা করবেন।

নিজের অনুভূতি প্রকাশ করে ইনস্টাগ্রামের পোস্টে তিনি লেখেন, ‘এবার আমি অস্কারের বিশেষ কিছু করতে যাচ্ছি। আমাকে চমৎকার এই সুযোগের দেওয়ার জন্য অ্যাকাডেমিকে ধন্যবাদ।’

গত আসর উপস্থাপনা করেছিলেন মার্কিন টক শো সঞ্চালক জিমি কিমেল। তিনি কেভিনকে শুভেচ্ছা জানিয়ে বলেন, অভিনন্দন। অ্যাকাডেমির পছন্দটি চমৎকার।

প্রথমবারের মতো অস্কারের অনুষ্ঠান আয়োজন করার দায়িত্ব পেয়েছেন ডোনা গিগ্লিওটি ও গ্লেন ওয়েইস।

গত দুই বছর ধরে জিমি কিমেল অস্কার উপস্থাপনা করেন। আয়োজনে ছিলেন মাইকেল দে লুকা ও জেনিফার টড।

 

 

Bootstrap Image Preview