Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ডাবল সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৮, ০১:২২ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৮, ০১:২২ PM

bdmorning Image Preview


বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ২০০১ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ১৯৯ টি। ক্যারিবীয়দের বিপক্ষে এই সিরিজের প্রথম ম্যাচেই গড়ে ফেলবেন ২০০ ওয়ানডে খেলার ইতিহাস। ১৯৯ ওয়ানডে ম্যাচ খেলে ২৫২ টি উইকেট নিয়েছেন মাশরাফি, পাশাপাশি করেছেন ১৭২২ রান।

মাশরাফির পরেই আছেন সাবেক অধিনায়ক ও টাইগারদের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তিনি এখন পর্যন্ত খেলেছেন ১৯৫ টি ওয়ানডে। ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক ম্যাচ খেলেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ম্যাচ খেলার দিক দিয়ে তৃতীয় স্থানে আছেন টাইগারদের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। ২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর খেলেছেন ১৯২ টি ওয়ানডে ম্যাচ।

সবচেয়ে বেশি ম্যাচ খেলা সেরা পাঁচে আরও আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। ২০০৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে অভিষেক ম্যাচ খেলা তামিম আছেন চতুর্থ স্থানে। তিনি এখন পর্যন্ত খেলেছেন ১৮৩ ম্যাচ। সর্বশেষ ২০১৩ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলেছিলেন আশরাফুল। ২০০১ সালে একই মাঠে একই প্রতিপক্ষের বিপক্ষে অভিষেক ম্যাচ খেলেছিলেন তিনি। ১৭৭ টি ওয়ানডে ম্যাচ খেলে তালিকায় পঞ্চম স্থানে আশরাফুল। 

এছাড়াও ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে অভিষেক ম্যাচ খেলা মাহমুদউল্লাহ রিয়াদও খেলেছেন এখন পর্যন্ত ১৬৫ টি ওয়ানডে ম্যাচ।

Bootstrap Image Preview