Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, অক্টোবার ২০২৪ | ২৬ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলালিংকের বিজ্ঞাপনে শাকিব খান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৯:৩২ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৯:৩২ PM

bdmorning Image Preview


জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীবের পরিচালনায় টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান বাংলালিংকের একটি বিজ্ঞাপনে দেখা যাবে ঢালিউডের নবাব শাকিব খানকে। অনেকদিন পর তিনি আবার বিজ্ঞাপনে ফিরছেন।

নির্মাতা আদনান আল রাজীব বুধবার (৫ ডিসেম্বর) সকালে এই বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মূলত বিজ্ঞাপনের গল্পের প্রয়োজনেই শাকিবকে নেয়া হয়েছে। আর এই বিজ্ঞাপনের মধ্য দিয়ে তার ভক্তরা তাকে নতুন ভাবে দেখতে পাবেন। আশা করছি সেটি সবার ভালো লাগবে।’

নির্মাতা জানান, গত সোমবার শাকিব খান এই বিজ্ঞাপনটি করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। আর এরই মধ্যে তিনি শুটিং এ অংশ নিয়েছেন এবং তার বিপরীতে দেখা মিলবে অভিনেত্রী নুসরাত ফারিয়ার। আগামী বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) বিজ্ঞাপনটির শুটিং শুরু করা হবে। আর সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই এটির প্রচার শুরু করা হবে।

এর আগে শাকিব প্রাণ-আরএফএল গ্রুপের পাওয়ার এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপনে কাজ করেছিলেন। প্রসঙ্গত,বর্তমানে তিনি ‘একটু প্রেম দরকার’,‘শাহেনশাহ’ ছবির শুটিং নিয়ে বেশ ব্যস্ত রয়েছেন এবং মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘নোলক’ ছবির। আর তার সাথে সাথে নতুন করে আবার চুক্তিবদ্ধ হয়েছেন কাজী হায়াতের পরিচালনায় ‘বীর’ নামের ছবিতে।

 

Bootstrap Image Preview