Bootstrap Image Preview
ঢাকা, ১৬ রবিবার, জুন ২০২৪ | ২ আষাঢ় ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অনলাইনে মুক্তি পাবে সিয়ামের ‘মন’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০১:১৬ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০১:১৬ PM

bdmorning Image Preview


বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘দহন’ ছবিটি। মুক্তির পর থেকেই সকলের প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেতা। সিয়াম ভক্তদের জন্য নতুন খবর হচ্ছে, ‘মন’ শিরোনামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটি মুক্তি পাবে অনলাইনে।

এ প্রসঙ্গে সিয়াম বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্পটি ভালো। তবে এ সময় একটি ছবির আলোচনার মধ্যে আরেকটি ছবি আমার জন্য যে খুব ভালো কিছু হবে, ঠিক তা নয়। সামনে নির্বাচন। নতুন কাজ বন্ধ থাকবে। তাছাড়া সামনে আমার নতুন ছবি মুক্তির মধ্যে একটা দীর্ঘ বিরতি থাকবে। ওই ফাঁকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি মুক্তি দিলে ভালো হতো।’

গত ঈদে মুক্তি পায় সিয়াম অভিনীত ‘পোড়ামন ২’ ছবিটি। ওই ছবিতেই আলোচনায় আসেন সিয়াম। এবার রায়হান রাফি পরিচালিত ‘দহন’ ছবিটি তাঁকে করে তুলল আরও জনপ্রিয়। এটির পরপরই মুক্তি পাচ্ছে ‘মন’ নামের স্বল্পদৈর্ঘ্য ছবিটি। আগামী বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

Bootstrap Image Preview