বেঙ্গল মাল্টিমিডিয়ার প্রযোজনায় প্রথমবার ‘সাপলুডু’ নামের সিনেমা নির্মাণ করছেন নন্দিত নির্মাতা গোলাম সোহরাব দোদুল। এই ছবিতে অভিনয় করেছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় তারকা আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। ছবিটির শুটিং শেষ করে উল্লাস করলেন এই দুই তারকা।
সোমবার (৩ ডিসেম্বর) ছবিটির শুটিং শেষ হয়েছে। এরপর কক্সবাজারের সমুদ্র তীর থেকে ছবিটির পুরো শুটিং ইউনিটকে নিয়ে ফেসবুক লাইভে আসেন নির্মাতা গোলাম সোহরাব দোদুল।
ফেসবুক এই লাইভে বেশ উৎফুল্ল দেখা যায় ‘সাপলুডু’র টিমকে। নির্মাতা গোলাম সোহরাব দোদুল বলেন,‘টানা শুটিং করার ফলে আমাদের টিমের সবাই এখন ভীষণ ক্লান্ত। সবাই ছবিটির জন্য অনেক পরিশ্রম করেছে, এই জন্য আমি আমার পুরো টিম মেম্বারদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বিশেষভাবে আরও কৃতজ্ঞতা জানাই বেঙ্গল মাল্টিমিডিয়াকে। আর আশা করছি দর্শকদের কাছে সিনেমাটি ভালো লাগবে। আগামী বৈশাখেই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা চলছে।’
আরিফিন শুভ বলেন,‘আমরা সবাই মিলে আসলে চেষ্টা করেছি একটা সুন্দর গল্পের ছবি দর্শকদের উপহার দিতে। কিন্তু জানি না সেটি কতটুকু করতে পেরেছি,তবে দর্শকেরা সেটি সিনেমা হলে গিয়ে দেখলেই বুঝতে পারবেন।’
বিদ্যা সিনহা মিম বলেন,‘এই মুহূর্তে শুধু একটা কথাই বলতে চাই। মূলত ‘সাপলুডু’ সিনেমার হিরো হচ্ছে গল্প। একটা সুন্দর গল্পকে ঘিরে এই ছবিটি নির্মাণ করা হয়েছে। তবে আমরা আশা করছি ছবিটি সবার ভালো লাগবে।’