লা লিগায় জয়ে ফিরল বার্সেলোনা। রবিবার ঘরের মাঠে তারা হারাল লিগের অন্যতম ঐতিহ্যপূর্ণ দল ভিলারিয়ালকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দলটির জয়ে একটি করে গোল পান জেরার্ড পিকে ও কার্লেস আলেনা।
গত ম্যাচে পয়েন্ট নষ্ট একইসঙ্গে শীর্ষ স্থান খোয়ানো, ফলে জয় যে খুবই দরকার ছিল বার্সার সেই নিয়ে সন্দেহের কোনো অবকাশ ছিল না। অন্যদিকে এই মুহূর্তে অবনমনের আওতায় রয়েছে ভিলারিয়াল।
ঘরের মাঠে অবশ্য শুরু থেকেই আক্রমণাত্মক বার্সেলোনা। অন্যদিকে প্রতি আক্রমণে ভিলারিয়াল চাপ রাখলেও, সারা ম্যাচ তারা কিন্তু গোলের মুখ খুলতে পারেনি। ম্যাচের দু'অর্ধে দুটি গোল।
৩৬ মিনিটে গত ম্যাচের গোলদাতা ডেম্বেলের দেওয়া বলে বিরতিতে যাওয়ার আগে বার্সাকে এগিয়ে দেন বর্ষীয়ান খেলোয়াড় জেরার্ড পিকে। তবে ম্যাচে লিড নিয়ে পারতো অ্যাওয়ে দলও। সুযোগ পেয়েছিলেন জেরার্ড মোরেনো, তবে তাঁর শট বাইরে। ফলেলিড নিয়েই বিরতিতে যায় কাতালনা জায়েন্টরা।
দ্বিতীয়ার্ধেও চিত্রটা প্রায় এক। এ ম্যাচে অবশ্য গোল পেলেন না তারকা খেলোয়াড় লিও মেসি। তাঁকে সারা ম্যাচ কড়া মার্কিংয়ে রাখে ভিলারিয়াল। তবে ম্যাচের ৮৭ মিনিটে মেসির দেওয়া বলে গোল করে যান, পরিবর্ত তরুণ খেলোয়াড় আলেনা।
এই জয়ের ফলে ভিল্লারিয়ালের বিরুদ্ধে সব টুর্নামেন্ট মিলিয়ে ২১ ম্যাচ অপরাজিত রইল বার্সেলোনা। লিগে ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।সেভিয়া ২৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। জিরোনার মাঠে ১-১ গোলে ড্র করা আথলেটিকো মাদ্রিদ ২৫ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে আছে। আর ২৩ পয়েন্ট নিয়ে টেবিলে চতর্থ স্থানটি রিয়াল মাদ্রিদের দখলে রয়েছে।