Bootstrap Image Preview
ঢাকা, ১২ শনিবার, অক্টোবার ২০২৪ | ২৭ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বায়ার্ন মিউনিখকে বিদায় বললেন রুবেন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ১০:৪৬ AM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ১০:৫০ AM

bdmorning Image Preview


ঠিক দশ বছর আগে যোগ দিয়েছিলেন ক্লাবে৷ একদশক পর ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেন তারকা উইংগার৷ ২০০৭-২০০৯ দু’টি মৌসুমে স্পানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে ফুটবল খেলার পর আর্জেন রুবেন যোগ দেন বুন্দেশলিগা ক্লাব বায়ার্ন মিউনিখে৷ ২০০৯ থেকে এখনও পর্যন্ত অত্যন্ত সাফল্যের সঙ্গে জার্মান জায়ান্টদের হয়ে মাঠে নামছেন ডাচ তারকা৷ কিন্তু বোঝেন, সব ভালো সময়েরই একটা শেষ থাকে৷ তাই সিদ্ধান্ত নিয়েছেন, চলতি মৌসুমের পর বায়ার্নের সঙ্গে এক দশকের সম্পর্কে ইতি টানবেন৷ রবিবার নিজেই সেকথা জানিয়ে দিয়েছেন রবেন৷

একা রুবেন নন, মিউনিখে আস্তানা গাড়ার পর ক্লাবে যাঁর সঙ্গে তিনি দুরন্ত পার্টনারশিপ গড়ে তুলেছেন, সেই ফরাসি তারকা ফ্র্যাঙ্ক রিবেরিও চলতি মরশুমের শেষেই বায়ার্ন ছাড়তে পারেন৷

নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে রবেন বলেন, ‘আমি এটুকুই শুধু বলতে পারি যে, বায়ার্নে এটাই আমার শেষ বছর৷ মরশুমের শেষে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতান্তই আমার ব্যক্তিগত৷ দশ বছর পর সম্পর্কে ইতি টানার এটাই সঠিক সময়৷ ক্লাব সামনের দিকে এগচ্ছে৷ আমারও সামনের দিকে তাকানো উচিত৷ অসাধারণ একটা দীর্ঘ পার্টনারশিপ অবশেষে শেষ হতে চলেছে৷ বায়ার্নে কাটানো মুহূর্তগুলে সত্যিই দুর্দান্ত৷’

বায়ার্নের হয়ে এ পর্যন্ত ১৯৮টি ম্যাচে ৯৮টি গোল করেছেন রবেন৷ তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেছেন বায়ার্নের জার্সিতে৷ ২০১০ ও ২০১২ রানার্স হলেও ২০১৩ চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয়ী দলের সদস্য ছিলেন নেদারল্যান্ডস তারকা৷ গত ন’বছরে সাতবার বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন, যার মধ্যে গত ছ’বার একটানা জার্মান খেতাব জিতেছে তারা৷ প্রতিবারই দলের খেতাব জয়ে অন্যতম প্রধান ভূমিকা নিয়েছেন রবেন৷ এছাড়া তার সময়ে বায়ার্ন চারবার জার্মান কাপ জিতেছে৷

পিএসভি, চেলসি ও রিয়াল মাদ্রিদের হলে লিগ জেতা এবং ২০১০ বিশ্বকাপ ফাইনাল খেলা রবেন অবশ্য এখনই এবসর নিচ্ছেন না৷ তিনি নিজেই জানিয়েছেন, ‘আমি খেলা চালিয়ে যাব৷ একেবারের জন্য খেলা ছেড়ে দিচ্ছি না এখনই৷’

Bootstrap Image Preview