Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

লাশ দেখতে বড্ড ভালোবাসে পৃথিবী!

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ১২:৫২ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০২:৪৯ PM

bdmorning Image Preview


আরিফ চৌধুরী শুভ।।

পৃথিবী আজ বড্ড বেহায়া

নির্লজ্জের মতো বুক ফুলিয়ে

দাঁড়িয়ে আছে মেরুদণ্ড!

অস্তি মজ্জায় কত গুনপোকার সংসার

পৃথিবী যেন আপনা আপনিই হয় পর।

স্বজাতি স্বজাতির শত্রু, সহোদর সহোদরের

পিতা পুত্রের রক্তের হলিতে দাঁড়িয়ে নির্বাক পৃথিবী!

রক্তা খেলার এমন নেশা কে থামতে চায়?

আপনাতে নেই আপন ভাবনা

যত দোষ নাম তার নন্দঘোষ।

একটি জীবন একটি প্রাণ

নিমিষেই যায় মুছে,

চারদিকে শুধু লাশ আর লাশ!

দৃশ্যত লাশে অপলক চোখ অশ্রুহীন দেখে কবিতা

হঠাৎ থমকে দাঁড়ায় লাশের চোখে,

না বলা অনেক কথা, না দেখা অনেক স্বপ্ন

শুধু প্রশ্নো করে বার বার

কোথায় আমার ভাই?

কোথায় আমার বোন?

কোথায় মিত্ররা?

এত নির্মম হত্যাকাণ্ড কেন?

আমি কেন লাশের মিছিলে শুধু একটি সংখ্যা?

লাশের মিছিল চলছে অনবরত

বাড়ছে কফিনের সংখ্যা

পত্রিকার পাতাতে লাশের খবর, টিভিতে লাশের খবর

বাতাসে লাশের গন্ধ!

মুহুর্তেই যোগ হচ্ছে নতুন নতুন লাশ!

কারো নেই কাফন, কারো নেই কফিন,

হাত পা মস্তকহীন লাশ!

কারো শরীর মিশে যাচ্ছে বাতাসে,

কারো জলে, কারো আবার আগুনে

কতো বিচিত্রময় মানবীয় লাশ,

মানুষ শুধু লাশের মিছিলের যাত্রী!

অশ্রুহীন পৃথিবীর চোখ আজ কার কথা বলে?

আহ! কি আনন্দ চারদিকে,

লাশ দেখতে বড্ড ভালোবাসে পৃথিবী!

ভালোবাসে আজ অন্ধকার।

নি:স্বার্থ ভালোবাসার প্রার্থনা আজ কোথায় কতটুকু?

মিথ্যে ভালোবাসার মোহে পৃথিবী আজ অন্ধ

ভালোবাসা, যেন পৃথিবীর উপর

উপূড় করা জলশূন্য নদী!

১৫.০৮.২০১৪, মগবাজার, টিএন্ডটি কলোনী।।

Bootstrap Image Preview