আজ শুক্রবার (৩০ নভেম্বর) সারা দেশে মুক্তি পেয়েছে এ বছরের সবচেয়ে আলোচিত সিনেমা জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘দহন’। ছবিটির পরিচালনা করেছেন রায়হান রাফি এবং অভিনয় করেছেন পূজা চেরি, সিয়াম এবং জাকিয়া বারি মমসহ আরও অনেকে। ছবিটি সারা দেশের মোট ৪৭ টি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয়েছে।
ছবিতে সিয়াম একজন নেশাগ্রস্ত যুবকের চরিত্রে অভিনয় করছেন। আর পূজা অভিনয় করছেন গার্মেন্ট কন্যার চরিত্রে এবং সাংবাদিক হিসেবে আছেন জাকিয়া বারী মম। ছবিটি মূলত সন্ত্রাস ও মাদকবিরোধী কাহিনি অবলম্বনে নির্মাণ করা হয়েছে।
গত জুন মাসে একই জুটি ও পরিচালকের ‘পোড়ামন ২’ ছবিটি মুক্তি পায় মাত্র ২২টি সিনেমা হলে। কিন্তু একই টিমের ‘দহন’ মুক্তি পেল প্রায় দ্বিগুণ প্রেক্ষাগৃহে।
যে সকল প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত করা হচ্ছে, স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা সিটি,ঢাকা ( ১১:০০,১:৫০ ,৪:৩০, ৭:১০), ব্লকবাস্টার সিনেমাস – যমুনা ফিউচার পার্ক(১১:৩০, ২:১৫,৫:০০, ৭:৪০), শ্যামলী সিনেমা – ঢাকা( ১২:০০,২:৪০,৫:৩০,৮:০০), মধুমিতা সিনেমা- ঢাকা, বলাকা সিনেওয়ার্ল্ড – ঢাকা, চিত্রামহল সিনেমা – ঢাকা, রানীমহল সিনেমা – ডেমরা, সিলভার স্কিন – চট্টগ্রাম ( শুক্রবার: ২:০০,৪:১৫,শনিবার থেকে বৃহস্পতিবার ২:৩০, ৪:৩০), চম্পাকলি সিনেমা – টঙ্গী, বর্ষা সিনেমা –জয়দেবপুর, নিউ মেট্রো সিনেমা – নারায়ণগঞ্জ, সেনা সিনেমা – সাভার, মনিহার সিনেমা – যশোর, নন্দিতা সিনেমা – সিলেট, ছায়াবাণী সিনেমা – ময়মনসিংহ, আলমাস সিনেমা – চট্টগ্রাম, সনিয়া সিনেমা – বগুড়া, রুপকথা সিনেমা – পাবনা, মর্ডান সিনেমা – দিনাজপুর, অভিরুচি সিনেমা – বরিশাল, লিবার্টি সিনেমা- খুলনা, রাজ সিনেমা – কুলিয়ারচর, মম-ইন–বগুড়া, কেয়া সিনেমা – টাঙ্গাইল, মধুমতি সিনেমা- ভৈরব, শংখ সিনেমা – খুলনা, শাপলা সিনেমা – রংপুর, চন্দ্রিমা সিনেমা – শ্রীপুর, আলমডাঙ্গা সিনেমা- আলমডাঙ্গা, অনামিকা সিনেমা – পিরোজপুর, বাবু সিনেমা- কিশোরগঞ্জ, বৈশাখী সিনেমা – নরিয়া, ছন্দা সিনেমা – কালীগঞ্জ, দিনান্ত সিনেমা – কেশরহাট, গ্যারিশন সিনেমা – দয়ারামপুর, লাইটহাউজ সিনেমা – পারুলিয়া, মমতাজমহল সিনেমা – নীলফামারী, নসীব সিনেমা – শাপাহার, রাজু সিনেমা – ঈশ্বরদী, রঙ্গধনু সিনেমা – নজিপুর, রুপালী সিনেমা – পাচবিবি, শাহীন সিনেমা- বল্লাবাজার, সখী সিনেমা – হোসাইনপুর, সোনালী সিনেমা – ঘোড়াঘাট, সনি সিনেমা – ইসলামপুর, উল্লাস সিনেমা - বীরগঞ্জ এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তন,রাজশাহী বিশ্ববিদ্যালয় (শো-টাইম - ১২:০০, ৩:০০,৬:০০)