Bootstrap Image Preview
ঢাকা, ১৬ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ১ আশ্বিন ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোপা লিবার্তোদোরেসের ফাইনাল বার্নাব্যু স্টেডিয়ামে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৩:৩৮ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৩:৩৮ PM

bdmorning Image Preview


কোপা লিবার্তোদোরেসের ফাইনালের দ্বিতীয় লেগ হবে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে। মাদ্রিদের মাঠে ফাইনাল আয়োজনের কথা নিশ্চিত করেছে লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমিবল।

এর আগে দুই দফায় পরিবর্তন করা হয়েছিল ফাইনালের সময়। এরপর কনমিবলের পক্ষ থেকে জানানো হয়েছিল নির্ধারিত স্থান এল মনুমেন্টাল স্টেডিয়াম থেকে পরিবর্তন করা হবে ম্যাচ। আগামী মাসের ৯ তারিখের মাদ্রিদের বার্নাব্যুতে পরে রিভারপ্লেট-বোকা জুনিয়র্সের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ফাইনালের প্রথম লেগ শেষ হয়েছিল ২-২ গোলে।

বার্নাব্যুতে অবশ্য দুই ক্লাবের সমর্থকদের জন্যই সমান সংখ্যক টিকেটের ব্যবস্থা রাখা হয়েছে। কনমিবলের সিদ্ধান্ত অনুযায়ী অ্যাওয়ে সমর্থকদের প্রবেশ নিষেধ ছিল। কিন্তু নিরপেক্ষ ভেন্যুতে খেলা হওয়ায় সেই বাধ্যবাধকতা উঠে গেছে। ঘরের মাঠে ম্যাচ না খেলতে পারার শাস্তি বেড়েছে আরও। রিভারপ্লেটকে ৪ লাখ ডলার জরিমানা করা হয়েছে, সঙ্গে মনুমেন্টাল স্টেডিয়ামে রিভারকে পরের দুই ম্যাচ খেলতে হবে ফাঁকা স্টেডিয়ামে। 

গত শনিবার মনুমেন্টাল স্টেডিয়ামে ফাইনাল খেলতে যাওয়ার পথে রিভার সমর্থকদের হামলায় আহত হন বোকা জুনিয়র্স খেলোয়াড়েরা। পরে বাতিল হয় ফাইনাল ম্যাচ।

Bootstrap Image Preview