Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোনালদোকে ছাড়িয়ে মেসির নতুন ইতিহাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ১২:২৪ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ১২:২৪ PM

bdmorning Image Preview


বুধবার রাতে অ্যাওয়ে ম্যাচে মেসি এবিং পিকের গোল বার্সেলোনা হারায় ডাচ দল পিএসভি আইন্ডহোভেনকে। পিএসভিকে ২-১ গোলে হারানোর মেসির করেছেন একটি গোল। যাতেই তিনি রোনালদোকে টপকে নতুন ইতিহাস গড়েছেন চ্যাম্পিয়ন্স লিগে। 

পিএসভির বিপক্ষে নামার আগেই নক আউট রাউন্ডে পৌঁছে গিয়েছিল বার্সা।তাই বার্সার  জন্য ম্যাচটি ছিলো নিয়ম রক্ষার।ম্যাচে বল পজেশনে বার্সা এগিয়ে থাকলেও, আক্রমণে সুযোগ তৈরি হয়েছিল দু'পক্ষ থেকেই। তবে কেউই গোলের দেখা পায়নি প্রথমার্ধে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে পিএসভি গোল মুখ খোলে বার্সা। ডেম্বেলের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বাঁ পায়ের জোরালো শটে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন মেসি।এই গোলে ক্রিস্টিয়ানো রোনালদোকে (১০৫, রিয়াল মাদ্রিদ) পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে একক কোনো ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা (১০৬, বার্সেলোনা)।৭০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পিকে।

গ্রুপের ওপর খেলায় মুখোমুখি হয়েছিল দুই হেভিওয়েট টটেনহ্যাম এবং ইন্তার মিলান। ঘরের মাঠে ৮০ মিনিটে ক্রিশ্চিয়ান এরিকসনের করা গোলে জয় টটেনহ্যামের। ফলে ইন্তারকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এলো তারা। কিন্তু দু'দলেরই পয়েন্ট সমান।ফলে দ্বিতীয় দল হিসাবে কারা যাবে তা জানা যাবে শেষ রাউন্ডের ম্যাচের পর।

 

Bootstrap Image Preview