Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এক ম্যাচ হাতে রেখেই শেষ ষোলোতে জুভেন্টাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ১২:০৬ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ১২:১৫ PM

bdmorning Image Preview


প্রত্যাশামতোই চ্যাম্পিয়ন্স লিগে জয় পেল জুভেন্টাস। মঙ্গলবার গভীর রাতের ম্যাচে একমাত্র গোলে তারা হারাল স্প্যানিশ দল ভালেন্সিয়াকে। জুভেন্টাসের জয়সূচক গোলটা করেন মানজুকিচ।

নিজেদের মাঠে মঙ্গলবার রাতে ম্যাচে আগাগোড়াই আধিপত্য ছিল রোনালদোদের। প্রায় ৫৬ শতাংশ বল পজেশন। তবে প্রথমার্ধে পাওলো দিবালা, ক্রিস্টিয়ানো রোনালদো, মারিও মানজুকিচরা গোলের সুযোগ তৈরি করতে পারেননি।

জুভেন্টাসের জার্সিতে প্রতি ম্যাচেই দলের হয়ে দায়িত্ব পালন করছেন রোনালদো। এই ম্যাচেও যা অব্যাহত।দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৯ মিনিটে জুভেন্টাসের জয়সূচক গোলটা করেন মানজুকিচ। রোনালদোর নিচু করে বাড়ানো বল ধরে জালে পাঠান এই ক্রোয়াট ফরোয়ার্ড।

এই ভ্যালেন্সিয়ার সঙ্গে প্রথম দেখায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল রোনালদোকে। সতীর্থকে দিয়ে গোল করিয়ে সেই দুঃস্মৃতিটা ধামাচাপা দিলেন পর্তুগিজ তারকা।

পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে আছে জুভেন্টাস। তাই এক ম্যাচ বাকি থাকতেই নক আউট পর্বে পৌঁছে গেল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। এই গ্রুপের অন্য দল হিসেবে নক আউটপর্বে নিশ্চিত করেছে ম্যানইউ। বিদায় নিয়েছে ভ্যালেন্সিয়া ও ইয়াং বয়েজ।

Bootstrap Image Preview