Bootstrap Image Preview
ঢাকা, ০৩ রবিবার, ডিসেম্বার ২০২৩ | ১৯ অগ্রহায়ণ ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

বিসর্জনের সিকুয়্যালে আসছে 'বিজয়া'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৭:১৪ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৭:১৪ PM

bdmorning Image Preview


টলিউডের নির্মাতা কৌশিক গাঙ্গুলী পরিচালিত ‘বিসর্জন’ ছবিটি  ভারতে ব্যাপকভাবে আলোচিত হয় । সিনেমাটিতে এপার ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অসাধারণ অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে বেশকিছু পুরস্কারও পেয়েছেন।

এই ছবিটির সিক্যুয়েল হিসেবে কৌশিক গাঙ্গুলী ‘বিজয়া’ শিরোনামে নতুন আর একটি ছবি নির্মাণ করেছেন। অবশ্য এ খবর অনেকেরই জানা কিন্তু নতুন খবর হলো,এটি আগামী জানুয়ারিতে মুক্তি পাচ্ছে।

গতকাল সোমবার কলকাতায় বিজয়ার পোস্টার উদ্বোধনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জয়া আহসান। এই ছবিটিতে জয়ার বিপরীতে ছিলেন আবির চট্টোপাধ্যায় এবং নির্মাতা কৌশিক গাঙ্গুলী নিজেও এতে অভিনয় করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জয়া আহসান গতকালের অনুষ্ঠানের বেশকিছু ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিসর্জনের পরের গল্প আসছে এবং আগামী বছরের জানুয়ারিতে আপনাদের কাছের প্রেক্ষাগৃহে দেখতে পাবেন ‘বিজয়া’।’

তিনি আরও বলেন,‘বিসর্জন অত্যন্ত আমার প্রাণের কাছাকাছি একটি চলচ্চিত্র। পদ্মা থেকে শুরু করে নাসির আলী,গণেশ মণ্ডল প্রতিটি চরিত্রই এখনো উজ্বল বাঙালির মননে। এমন কিছু কিছু গল্প থাকে যেগুলো হঠাৎ করে শেষ হয়ে যায় না। আর তাই পদ্মা,নাসির আলী,গণেশ মণ্ডলরা আবার নতুন গল্প নিয়ে ফিরছে বড় পর্দায়। আমার বিশ্বাস,বিসর্জনের মতো বিজয়াও আপনাদের সবার মন ছুঁয়ে যাবে।’

বাংলাদেশের ‘চোরাবালি’,‘গেরিলা’ ও ‘জিরো ডিগ্রি’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী। সর্বশেষ চলতি বছরের অক্টোবরে মুক্তি পায় তাঁর প্রযোজিত ও অভিনীত ছবি ‘দেবী’ এবং সেটি বাংলাদেশ,যুক্তরাষ্ট্রসহ বেশকিছু দেশের প্রেক্ষাগৃহে প্রদর্শিত করা হয়।

 

 

Bootstrap Image Preview