Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আট মাস পর পুলিশের কাছে ধরা পড়লেন পিকে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০১:১৭ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০১:১৭ PM

bdmorning Image Preview


দীর্ঘ আট মাস ধরে পুলিশের চোখে ফাঁকি দিয়ে বেড়াচ্ছিলেন৷ অবশেষে ধরা পড়ে শাস্তির মুখে পড়তে হল বার্সেলোনার তারকা ফুটবলারকে৷ অখ্যাতি কেউ নন, স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে এমন দীর্ঘমেয়াদি অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন৷

প্রশ্ন হল, ধারাবাহিকভাবে কী এমন অপরাধ করে যাচ্ছিলেন পিকে? তার জন্য কোন শাস্তির মুখেই বা পড়তে হল তারকা ফুটবলারকে? আসলে পিকে গত আট মাস ধরে গাড়ি চালাচ্ছিলেন বাতিল লাইসেন্স নিয়ে৷ তাঁর ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ উর্তীন্ন হয়ে গিয়েছে এমনটা ভাবলে ভুল করা হবে৷ বরং একাধিকবার ট্র্যাফির আইন আমান্য করায় তাঁর লাইসেন্স বাতিল হয়েছিল আগেই৷

বার্সেলোনার রাস্তায় ট্র্যাফিক পুলিশের রুটিন লাইসেন্স যাচাইয়ে ধরা পড়ে যান পিকে৷ ফলে আস পাঁচজন সাধারণ নাগরিকের মতোই পিকের বিরুদ্ধে ট্র্যাফিক আইনে অভিযোগ দায়ের করে পুলিশ৷ সোমবার বিচারকের সামনে হাজির হতে হয় পিকেকে৷ সেখানেই তাঁর শাস্তিবিধান হয়৷

বাতিল লাইসেন্সে গাড়ি চালানো প্রতিটা দিনের জন্য জরিমানা করা হয় পিকেকে৷ দিন পিছু ২০০ ইউরো, অর্থাৎ সব মিলিয়ে মোট ৭২ হাজার ইউরো জরিমানা গুনতে হয় বার্সা তারকাকে৷এর আগে ২০১৫ সালে রাস্থার পাশে গাড়ী পার্কিংয়ের পর পুলিশের সাথে খারাপ ব্যবহার করে ১০,৫০০ ইউরো জরিমানা গুনেছিলেন।

Bootstrap Image Preview