Bootstrap Image Preview
ঢাকা, ০৯ সোমবার, সেপ্টেম্বার ২০২৪ | ২৫ ভাদ্র ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জুভেন্টাসের ৫০ বছরের রেকর্ড ভাঙলেন রোনালদো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০২:৫৬ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০২:৫৬ PM

bdmorning Image Preview


স্পেন ছেড়ে ইতালিতে পাড়ি দিয়েছেন নতুন মৌসুমে। জুভেন্টাস জার্সিতে প্রতি ম্যাচেই নিজের সেরাটা দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার লিগের ম্যাচে স্পালের বিরুদ্ধে করলেন গোল। আর তিনি গোল করলে রেকর্ড হওয়াটাই স্বাভাবিক। এই ম্যাচেও যা হল।

প্রথম মৌসুমে জুভেন্তাস জার্সিতে লিগের এ পর্যন্ত ১৩ ম্যাচ খেলেছেন রোনালদো। গোল করেছেন ৯টি। আর তাতেই তুরিনের ওল্ড লেডিদের ৫০ বছর পুরনো একটি রেকর্ড স্পর্শ করে ফেলেছেন পর্তুগিজ এই সুপারস্টার।

গত পঞ্চাশ বছরে জুভির জার্সি গায়ে এত কম ম্যাচে খেলে ৯ গোল করার রেকর্ড নেই আরো কোন ফুটবলারের। ১৯৬৮-৬৯ মৌসুমে শেষ জুভেন্টাস খেলোয়াড় হিসাবে এই কৃতিত্ব গড়েছিলেন পিয়েত্রো আনাসতাসি। সেবার ভারেস থেকে জুভেন্তাসে যোগ দিয়েই প্রথম ১৩ ম্যাচে করেছিলেন ৯ গোল।

ম্যাচের ২৮ মিনিটের মিরালেম পিয়ানিচের ভাসানো ফ্রি-কিকে পা ছুঁইয়ে সহজ গোল করেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা।দ্বিতীয়ার্ধে আরেকটি গোল পায় রিয়াল মাদ্রিদ। মারিও মানজুকিচের করা সেই গোলটিতেও কিছুটা অবদান ছিল রোনালদোর।

Bootstrap Image Preview