Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পতাকা বিক্রি করছেন তৌসিফ মাহবুব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ০১:৪১ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ০১:৪১ PM

bdmorning Image Preview


মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার কথা উঠে আসতে দেখা যায় এদেশের অসংখ্য টেলিভিশন নাটকে আর সেই ধারাবাহিকতা বজায় রাখতেই নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনার জাগরণ এবং নাগরিক ইট-পাথরের ব্যস্ত শহরে মুক্তিযুদ্ধ ও দেশের প্রতি ভালোবাসা কতটুকু এমন প্রশ্নকে উপজীব্য করে নির্মিত করা হয়েছে নাটক ‘পতাকা’।

নাটকটি লিখেছেন রুদ্র মাহফুজ এবং সেটার পরিচালনায় আছেন কাজী সাইফ আহমেদ। বিজয় দিবসের জন্য নির্মিত বিশেষ এই নাটকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন তরুণ প্রতিভবান অভিনেতা তৌসিফ মাহবুব ও মডেল-অভিনেত্রী সাফা কবির। সম্প্রতি উত্তরা, ৩০০ ফিট এবং শাহবাগসহ ঢাকার বেশ কয়েকটি লোকেশনে নাটকটির দৃশ্যায়ন সম্পন্ন করা হয়েছে।

নাটকটি প্রসঙ্গে তৌসিফ বলেন,‘এখানে আমি শরাফত নামের একটি চরিত্রে অভিনয় করেছি। আর সে একজন নদীভাঙা হতভাগ্য। তাই পরিবারকে বাঁচাতে কাজের সন্ধানে ঢাকায় এসে মৌসুমী পণ্যের হকারে পরিণত হয়। এরপর এক পর্যায়ে সে পতাকা বিক্রি শুরু করে। নাট্যকারকে ধন্যবাদ দিতে চাই, এত সুন্দর একটা গল্পে আমাকে অভিনয় করার সুযোগটা করে দিবার জন্য এবং নাটকটিতে মালেকা নামের একটি চরিত্রে অভিনয় করেছেন সাফা কবির। আর তাকে দেখা যাবে একটা বাসাবাড়ির কাজের মেয়ের চরিত্রে।

এরপর পরিচালক কাজী সাইফ আহমেদ বলেন, ‘মুক্তিযুদ্ধ শুধু আমাদের হৃদয়ে নিরন্তর সৃজনের বীজ রোপণ করে দেয়নি বরং যেকোনো সৃজনশীল মানুষের জন্য নতুন চিন্তার দরজাও উম্মুক্ত করে দিয়েছে। বিশেষ করে শরাফত ও মালেকা চরিত্র দিয়ে তৌসিফ ও সাফা তাদের গতানুগতিক ধারা থেকে বের হয়েছেন এবং নিজেদের ভাঙতে পেরেছেন বলে আমি মনে করি। এমনকি মুক্তিযুদ্ধের চেতনা নতুনভাবে জাগ্রত হওয়ার উদ্দীপনা ব্যক্ত করার চেষ্টাও করা হয়েছে এই নাটকে।

উল্লেখ্য, ফেক্টর থ্রি সলিউশনস্ এর ব্যানারে নির্মিত ও রাসেল সিদ্দিকী প্রযোজিত ‘পতাকা’ নাটকটি আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে নাগরিক টিভিতে প্রচারিত করা হবে।

Bootstrap Image Preview